সাবধান! এবার আপনার বিরুদ্ধে মামলা ঠুকতে পারে হোয়াটসঅ্যাপ

নয়াদিল্লি: ভুয়ো খবরের বাড় বাড়ন্ত রুখতে এবার মামলার পথে হাঁটতে চলছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ৷ সংস্থার তরফে গাইডলাইন প্রকাশ করে ব্যবহাকারীদের জানানো হয়েছে, যাঁরা বেআইনি ভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুল খবর ছড়াবেন, বা অবৈধ কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর মামলা করা হবে৷ তবে,প্রশ্ন উঠছে, ভুয়ো খবর ধরবে কীভাবে সংস্থা? কোন পদ্ধতিতে করা হবে মামলা করা হবে?

সাবধান! এবার আপনার বিরুদ্ধে মামলা ঠুকতে পারে হোয়াটসঅ্যাপ

নয়াদিল্লি: ভুয়ো খবরের বাড় বাড়ন্ত রুখতে এবার মামলার পথে হাঁটতে চলছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ৷ সংস্থার তরফে গাইডলাইন প্রকাশ করে ব্যবহাকারীদের জানানো হয়েছে, যাঁরা বেআইনি ভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুল খবর ছড়াবেন, বা অবৈধ কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর মামলা করা হবে৷ তবে,প্রশ্ন উঠছে, ভুয়ো খবর ধরবে কীভাবে সংস্থা? কোন পদ্ধতিতে করা হবে মামলা করা হবে? সংস্থার তরফ থেকে সঠিক কিছু জানা যায়নি৷ সব দিক বিবেচনা করে চলতি বছর ৭ ডিসেম্বর থেকে প্রযোজ্য হবে শর্তাবলি৷

সংস্থা সূত্রে জানা গিয়েছে, দিনে প্রায় ১০০টির বেশি ভুয়ো খবর হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়া হয়৷ কিন্তু, এত ভুয়ো খবর ছড়ানো হলেও কেন তা তৎক্ষণাত মুছে ফেলা হয় না৷ কেন, এই ধরনের খবর শেয়ার করার সুযোগ দেওয়া হয়? প্রযুক্তগত ভাবে পরিকাঠামো উন্নয়নের পরিবর্তে মামলার হুঁশিয়ারি আদৌ ভুয়ো খবরের রোগ মুক্ত করা যাবে কি না, সেই এখন দেখার৷ যদিও, এর আগে হোয়াটসঅ্যাপ পদক্ষেপ করেছিল৷ জানানো হয়েছিল, যখন কোনও ইউজার অ্যাকাউন্ট খোলার জন্য সাইনআপ করবে, তখনই তাঁর দেওয়া যাবতীয় তথ্য সম্পর্কে সন্দেহ হলে সেই মুহূর্তেই তাঁকে ব্যান করে দেওয়া হবে৷ এভাবে অন্তত ২০ লাক্ষ ইউজারের অ্যাকাউন্ট ইতিমধ্যেই ডিলিট করা হলেও ভুয়ো খরবের রোগ মুক্ত করা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 6 =