সাবধান! ভারতীয়দের ফোনে হানা দিল নয়া ম্যালওয়্যার

নয়াদিল্লি: প্রায় আড়াই কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হানা দিল নয়া ম্যালওয়্যার৷ এর মধ্যে শুধু ভারতেরই প্রায় দেড় কোটি৷ এজেন্ট স্মিথ নামের এই ম্যালওয়্যার আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে৷ ম্যালওয়্যারটি ভাইরাসের মতোই কাজ করে৷ মোবাইল বা কম্পিউটারে একবার ঢুকলে তা ব্যবহারকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে বলেও আশঙ্কা৷ এমনকী, ব্যাংকিং তথ্য পর্যন্ত হাতিয়ে নিতে পারে এই

সাবধান! ভারতীয়দের ফোনে হানা দিল নয়া ম্যালওয়্যার

নয়াদিল্লি: প্রায় আড়াই কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হানা দিল নয়া ম্যালওয়্যার৷ এর মধ্যে শুধু ভারতেরই প্রায় দেড় কোটি৷ এজেন্ট স্মিথ নামের এই ম্যালওয়্যার আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে৷

ম্যালওয়্যারটি ভাইরাসের মতোই কাজ করে৷ মোবাইল বা কম্পিউটারে একবার ঢুকলে তা ব্যবহারকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে বলেও আশঙ্কা৷ এমনকী, ব্যাংকিং তথ্য পর্যন্ত হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়্যার৷ ৯ অ্যাপ্স ডট কম থেকেই প্রথম এই ভাইরাস স্মার্টফোনে ছড়ায় বলে জানিয়েছে বলে জানা গিয়েছে৷ আরবি, হিন্দি ও মালয় ভাষাভাষির মানুষদের বেশি টার্গেট করা হয়েছে৷ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও আমেরিকার মতো প্রথম বিশ্বের দেশও এই ভাইরাস হানার শিকার হয়েছে বলে জানা গিয়েছে৷ গত জুনে গোটা বিশ্বে এরকম অন্তত তিনটি ভাইরাস সক্রিয় হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − nine =