নয়াদিল্লি: লাদাখে সীমান্ত পরিস্থিতি নিয়ে মস্কোর দু’দফা বৈঠকেও মেলেনি রফা সূত্র৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা কমানোর বিষয়ে নীতিগত ভাবে সম্মত হলেও সেনা প্রত্যাহারে রাজি হয়নি চিন। রাশিয়ায় বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠক শেষ হতেই সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করতে দিল্লিতে তিন সেনা আধিকারিকের সঙ্গে বৈঠকে বসলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেন বায়ুসেনা প্রধান আরকেএস ভাদোরিয়া, সেনা প্রধান এমএম নারাভানে এবং নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং-এর সঙ্গে৷ বৈঠকে উপস্থিত ছিলেন সিডিএস বিপিন রাওয়াত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷
আরও পড়ুন- দেশের সমস্ত স্কুলে চালু হবে নতুন পাঠ্যক্রম, ঘোষণা প্রধানমন্ত্রীর
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর পার্শ্ববৈঠকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র মধ্যে সীমান্ত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক পরেই শুক্রবার বৈঠক করেন রাজনাথ৷ বৈঠকে পাঁচ দফা সূত্রে ঐক্যমত হয়েছে ভারত ও চিন৷ জোড় দেওয়া হয়েছে ডিসএনগেজমেন্টের উপর৷ এছাড়াও সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত চুক্তি ও প্রটোকল মেনে চলা, সঙ্ঘাতের সম্ভাবনা রয়েছে এমন পদক্ষেপ এড়িয়ে চলা, ধারাবাহিক ভাবে আলোচনা চালিয়ে যাওয়া এবং উত্তেজনা প্রশমনে আস্থাবর্ধক কর্মসূচি নেওয়ার মতো বিষয়গুলিও পাঁচ দফা সূত্রে উঠে এসেছে৷
আরও পড়ুন- ব্রেকিং: করোনা-কালে বন্ধ হোক লুট! অ্যাম্বুল্যান্সের ভাড়া বাঁধতে রাজ্যকে সুপ্রিম নির্দেশ
এদিকে, সীমান্তে বারবার আগ্রাসী পদক্ষেপ করে চলেছে চিন৷ লাদাখের উঁচু চূড়াগুলি দখল করতে মরিয়া হয়ে উঠেছে তারা৷ চিনের আগ্রাসন রুখতে তৎপর ভারতীয় সেনাও। সীমান্তে বিপুল বাহিনী মোতায়েন করেছে ভারত৷ ২৯ অগাস্ট রাতে প্যাংগং হ্রদের দক্ষিণে চিনা বাহিনীর অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় ভারতীয় সেনা। থাকুং সেনাঘাঁটির অদূরের কালা টপ থেকে রেচিন লা পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এলাকার উঁচু পাহাড়গুলিতে এখন ভারতীয় ফৌজের ঘাঁটি। এই পরিস্থিতিতে চিনা ফৌজ ব্যাংহং হুনান এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে শেনপাও হিল ও মুখপারি টপে ভারতীয় সেনার ‘ফরওয়ার্ড পোস্ট’ দখলের চেষ্টা চালায়৷ সেই সময় তারা শূন্যে গুলি ছোড়ে বলেও অভিযোগ। পরে জবাবী ফায়ারিং করে ভারত৷