অবশেষে খুলছে স্কুল-কলেজ, তার আগে জেনে নিন এই ৫টি জরুরি তথ্য

অবশেষে খুলছে স্কুল-কলেজ, তার আগে জেনে নিন এই ৫টি জরুরি তথ্য

76d5384fffb7d807ab6877129df68655

 

নয়াদিল্লি:  দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে স্কুল-কলেজের দরজা৷ ২১ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক৷ শিক্ষা প্রতিষ্ঠান খুললেও এখনই ফিরবে না তার স্বাভাবিক ছন্দ৷ একগুচ্ছ বিধি নিষেধ মেনেই চলবে পঠন পাঠন৷ মাস্ক থেকে সোশ্যাল ডিস্টেন্সিং তো আছেই, এছাড়াও রয়েছে আরও কিছু নিয়ম৷ 

আরও পড়ুন- বকেয়া ফি মেটাতে ‘স্কুল কমিটি’ গঠনের নির্দেশ হাইকোর্টের, সিদ্ধান্ত নেবে কমিটি

কাদের স্কুল-কলেজে যাওয়ার অনুমতি দেওয়া হবে- এখনই সকল পড়ুয়া ক্যাম্পাসে আসার অনুমতি পাবে না৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরাই কেবল মাত্র স্কুলে আসতে পারবে৷ যাঁরা অনলাইনে পড়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কেবলমাত্র তাঁদেরই স্কুলে আসার অনুমতি দেওয়া হবে৷ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যে সকল পড়ুয়াকে প্র্যাকটিকাল ক্লাস করতে হয়, তাঁদেরই আসার অনুমতি দেওয়া হবে৷ 

কী ভাবে পড়ানো হবে- স্কুল হোক বা কলেজ, কোথাও সশরীরে পড়ানোর কথা বলা হয়নি৷ আগের মতোই অনলাইন ক্লাস চালিয়ে যেতে হবে৷ ক্যাম্পাসে ভিড় এড়াতে স্কুল-কলেজগুলিকে নতুন করে অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরির কথাও বলা হয়েছে৷ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর্স (এসওপি) মেনে ক্লাসরুম এবং অনলাইন ক্লাসের মাধ্যে সামঞ্জস্য রেখে অ্যাকাডেমিক সূচি তৈরির নির্দেশও দেওয়া হয়েছে৷ 

c9f2379dcff77ac72b17ecf63c27771c

কী কী খোলা হবে- সব কিছু একসঙ্গে খোলা হবে না৷ ল্যাবরেটরি খোলা হলেও সরঞ্জামগুলি ৬ ফুট দূরে রাখা হবে৷ স্কুল-কলেজের জিমন্যাসিয়াম খোলা যেতে পারে৷ তবে সকলকে এক সঙ্গে ঢুকতে দেওয়া হবে না৷ স্কুল-কলেজের মধ্যে সুইমিং পুল থাকলে কোনওভাবেই তা খোলা যাবে না৷  স্কুলে বন্ধ থাকবে প্রার্থনা৷ ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে কোনও জিনিস আদানপ্রদান করা যাবে না৷ 

আরও পড়ুন- মস্কোয় গলেনি বরফ, সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ৩ সেনার সঙ্গে বৈঠক রাজনাথের

কোন কোন স্কুল ও কলেজ খোলা হবে- কনটেনমেন্ট জোনের বাইরে যে সকল স্কুল-কলেজ রয়েছে, কেবলমাত্র সেগুলি খোলার অনুমতি দেওয়া হবে৷ কোনও পড়ুয়া,  শিক্ষক বা স্কুলের কর্মী যদি কনটেইমেন্ট জোনের বাসিন্দা হন, তাহলে তাঁরা কেউ স্কুলে আসতে পারবেন না৷ 

কী ভাবে স্কুল খোলা হবে- স্কুল খোলার আগে গোটা ক্যাম্পাস ভালো করে পরিষ্কার করতে হবে৷ যে সকল স্কুলগুলিতে কনটেনমেন্ট জোন করা হয়েছিল, সেই স্কুলগুলি ভালো করে স্যানিটাইজ করতে হবে৷ স্কুল পরিষ্কার করার জন্য যে উপকরণ ব্যবহার করা হবে, তাতে যেন এক শতাংশ সোডিয়াম হাইপোক্লোরাইট দ্রবণ থাকে, তা নিশ্চিত করতে হবে৷ এছাড়াও স্কুলগুলিতে মাস্ক, ফেসকভার, ভিজার, হ্যান্ড স্যানিটাইজার মজুত রাখতে হবে৷ স্কুলে হাতে হাতে টাকা লেনদেন করা যাবে না৷ ই-ওয়ালেট বা অন্য কোনও পদ্ধতিতে টাকা লেনদেন করতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *