অনলাইন হোটেল বুকিং করে সিকিম ভ্রমণ? সাবধান, পড়তে পারেন বিপাকে

নয়াদিল্লি: অনলাইন হোটেল বুকিং সংস্থাগুলির সঙ্গে হোটেল মালিকদের বিবাদে শরিক হল সিকিমও। আগামী ১৬ জানুয়ারি থেকে গোআইবিবো এবং মেক মাই ট্রিপের কোনও বুকিং গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন সিকিমের হোটেল মালিকরা। বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতি জারি করে সিকিমের হোটেল মালিকদের সংগঠন এসএইচআরএ জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ওই দুই অনলাইন হোটেল বুকিং সংস্থার বুকিং নেওয়া

373e34d8f05ae068bb43b94dc9648e1e

অনলাইন হোটেল বুকিং করে সিকিম ভ্রমণ? সাবধান, পড়তে পারেন বিপাকে

নয়াদিল্লি: অনলাইন হোটেল বুকিং সংস্থাগুলির সঙ্গে হোটেল মালিকদের বিবাদে শরিক হল সিকিমও। আগামী ১৬ জানুয়ারি থেকে গোআইবিবো এবং মেক মাই ট্রিপের কোনও বুকিং গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন সিকিমের হোটেল মালিকরা।

বৃহস্পতিবার এই মর্মে একটি বিবৃতি জারি করে সিকিমের হোটেল মালিকদের সংগঠন এসএইচআরএ জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য ওই দুই অনলাইন হোটেল বুকিং সংস্থার বুকিং নেওয়া বন্ধ থাকবে। অনলাইন হোটেল বুকিং সংস্থাদের সংগঠন অনলাইন ট্রাভেল অ্যাগ্রেগেটর্সের (ওটিএ) সঙ্গে চুক্তিও বাতিল করা হবে বলে ওই বিবৃতিতে জানিয়েছেন হোটেল মালিকদের সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *