লাটে উঠল হোয়াটসঅ্যাপের পেমেন্ট পরিষেবা, নারাজ আরবিআই

নয়াদিল্লি: মোবাইলের মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন ব্যবস্থা ইদানীং ভারতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ পেটিএম, ফোনপে, অ্যামাজনপে-র মত অ্যাপগুলি ব্যাক্তিগত আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় জায়গা দখল করে নিয়েছে৷ গ্রাহকদের এই উৎসাহ দেখে হোয়াটসঅ্যাপ আরও বড় আকারে পেমেন্ট সার্ভিস আনার চিন্তা ভাবনা শুরু করেছিল৷ ইতিমধ্যেই গোটা দেশে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু করেছে হোয়াটসঅ্যাপ৷ কিন্তু তাতে বাধ সাধল

লাটে উঠল হোয়াটসঅ্যাপের পেমেন্ট পরিষেবা, নারাজ আরবিআই

নয়াদিল্লি: মোবাইলের মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন ব্যবস্থা ইদানীং ভারতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ পেটিএম, ফোনপে, অ্যামাজনপে-র মত অ্যাপগুলি ব্যাক্তিগত আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় জায়গা দখল করে নিয়েছে৷

গ্রাহকদের এই উৎসাহ দেখে হোয়াটসঅ্যাপ আরও বড় আকারে পেমেন্ট সার্ভিস আনার চিন্তা ভাবনা শুরু করেছিল৷
ইতিমধ্যেই গোটা দেশে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু করেছে হোয়াটসঅ্যাপ৷ কিন্তু তাতে বাধ সাধল রিজার্ভ ব্যাংক৷ ‘ডেটা লোকালাইজেশন’-এর নিয়ম বিধি মানছেনা হোয়াটসঅ্যাপ তাই দেশে আর্থিক লেনদেনের ব্যবসায় তাদের পূর্ণ মাত্রায় ছাড়পত্র দেওয়া যাবেনা বলেই জানিয় দিয়েছে আরবিআই৷ শনিবার সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তের কথা জানায় ব্যাংক৷

আর্থিক লেনদেন সংক্রান্ত ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপি) পরিচালনা করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া৷ তাদের সমীক্ষা অনুযায়ী ভারতের বাইরে থেকেও লেনদেন সংক্রান্ত তথ্য সঞ্চয় করছে হোয়াটসঅ্যাপ৷ এনপিসিআই এর এই রিপোর্ট হাতে আসার পরেই নড়েচড়ে বসে আরবিআই এবং হোয়াটসঅ্যাপ-কে ফুল-স্কেল পেমেন্ট বিজনেস এর ছাড়পত্র না দেওয়ায় নির্দেশ দেয় এনপিসিআই-কে৷ সম্প্রতি বিভিন্ন সরকারী প্রতিনিধির ওপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে নজরদারি করার খবর সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ সেক্ষেত্রে গ্রাহকেরা জালিয়াতির শিকার হতে পারেন বলেই সন্দেহ প্রকাশ করেছে আরবিআই৷

‘হোয়াটসঅ্যাপ পে’-র মাধ্যমে ইউপিআই ভিত্তিক অর্থ লেনদেন ব্যবস্থা শুরু করার ক্ষেত্রে অনেকটাই এগিয়েছিল হোয়াটসঅ্যাপ৷ আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ভার্সনে এই ফিচার আনাই হয়েছে৷ খুব তাড়াতাড়ি স্টেবেল ভার্সনেও এটি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছিলেন ফেসবুকের কর্নধার মার্ক জুকারবার্গ৷

তিনি জানিয়েছিলেন শুধু মাত্র ব্যক্তিগত লেনদেন ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি মাপের ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক লেনদেনের জন্য এই নতুন পরিষেবা ব্যবহার করতে পারবে৷ সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ‘ডেটা লোকালাইজেশন’ নিয়ম মেনেই এই নতুন পরিষেবা চালু করা হবে এবং ডিজিটাল লেনদেনে ভারতের বৃদ্ধিতে সহায়কের ভূমিকা পালন করবে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =