অবশেষে শুরু হল ফেসবুকের পেমেন্ট সার্ভিস অ্যাপ

ওয়াশিংটন: ভারতে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস ছাড়পত্র না পেলেও আমরিকায় নিজেদের ‘ফেসবুক পে’ পেমেন্ট সার্ভিস শুরু করে দিল ফেসবুক৷ এই অ্যাপ থেকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মাধ্যমে পেমেন্ট করা যাবে৷ গেম, ইভেন্ট টিকিট, টাকা লেনদেন করার জন্য ‘হোয়াটসঅ্যাপ’ থেকে এবং বিশেষ ক্ষেত্রে যেমন বাছাই করা কোনো পেজ থেকে কিছু কেনার ক্ষেত্রে অথবা ব্যবসায়িক লেনদেনের জন্য ‘ফেসবুক

অবশেষে শুরু হল ফেসবুকের পেমেন্ট সার্ভিস অ্যাপ

ওয়াশিংটন: ভারতে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস ছাড়পত্র না পেলেও আমরিকায় নিজেদের ‘ফেসবুক পে’ পেমেন্ট সার্ভিস শুরু করে দিল ফেসবুক৷ এই অ্যাপ থেকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মাধ্যমে পেমেন্ট করা যাবে৷

গেম, ইভেন্ট টিকিট, টাকা লেনদেন করার জন্য ‘হোয়াটসঅ্যাপ’ থেকে এবং বিশেষ ক্ষেত্রে যেমন বাছাই করা কোনো পেজ থেকে কিছু কেনার ক্ষেত্রে অথবা ব্যবসায়িক লেনদেনের জন্য ‘ফেসবুক মার্কেটপ্লেস’ থেকে পেমেন্ট করা যাবে৷ আর্থিক লেনদেনের ক্ষেত্রে পিন অথবা বায়োমেট্রিক পদ্ধতির ফিঙ্গার প্রিন্ট, ফেস আইডি ব্যবহার করা যাবে৷ কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার স্টোর করার ক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করতে ‘ফেসবুক পে’ অ্যাপ-কে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে৷ পেমেন্টের জন্য সমস্ত বড় বড় ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ছাড়াও পেপল ব্যবহার করা যাবে৷

ফেসবুকের দাবি বর্তমান আর্থিক পরিকাঠামো এবং অংশীদারিত্বের ভিত্তিতে তৈরী হয়েছে এই পেমেন্ট অ্যাপ, যা তাদের ডিজিটাল কারেন্সি ‘লিব্রা’ নেটওয়ার্কের ‘ক্যালিবার ওয়ালেট’-এর থেকে সম্পূর্ণ পৃথক৷ ফেসবুকের মার্কেটে প্লেসের ভাইস প্রেসিডেন্ট ডেবোরা লিউ জানিয়েছেন ধীরে ধীরে এই পেমেন্ট সার্ভিস আরও বেশী মানুষ এবং আরও বেশী জায়গায় পৌঁছে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − nine =