সুপ্রিম কোর্টের নয়া রাজস্ব নীতি, ঘুম উড়ল ভোডাফোনের

নয়াদিল্লি: ভারতে আর্থিক দুরবস্থায় বড়সড় ক্ষতির মুখে টেলিকম সংস্থাগুলিও৷ এবার সেই তালিকায় বিশ্বের বৃহত্তম টেলিকম সংস্থাগুলির মধ্য অন্যতম ভোডাফোন৷ ভারতে তাদের ব্যবসার ইতিহাসে ত্রৈমাসিক ক্ষেত্রে এত বড় ধাক্কা এই প্রথম৷ যদিও আগেই এই অনুমান করেছিল সংস্থা৷ ব্রিটিশ ভোডাফোন গ্রুপ পিএলসি এবং বিলিয়নিয়ার কুমার মঙ্গলম বিড়লার আইডিয়া সেলুলারের যৌথ উদ্যোগে তৈরি ভোডাফোন আইডিয়া৷ বৃহস্পতিবার এক রিপোর্টে

সুপ্রিম কোর্টের নয়া রাজস্ব নীতি, ঘুম উড়ল ভোডাফোনের

নয়াদিল্লি: ভারতে আর্থিক দুরবস্থায় বড়সড় ক্ষতির মুখে টেলিকম সংস্থাগুলিও৷ এবার সেই তালিকায় বিশ্বের বৃহত্তম টেলিকম সংস্থাগুলির মধ্য অন্যতম ভোডাফোন৷ ভারতে তাদের ব্যবসার ইতিহাসে ত্রৈমাসিক ক্ষেত্রে এত বড় ধাক্কা এই প্রথম৷ যদিও আগেই এই অনুমান করেছিল সংস্থা৷

ব্রিটিশ ভোডাফোন গ্রুপ পিএলসি এবং বিলিয়নিয়ার কুমার মঙ্গলম বিড়লার আইডিয়া সেলুলারের যৌথ উদ্যোগে তৈরি ভোডাফোন আইডিয়া৷ বৃহস্পতিবার এক রিপোর্টে সংস্থার তরফে জানানো হয়েছে, বকেয়া রাজস্ব নিয়ে টেলিকম সংস্থাগুলির জন্য সুপ্রিম কোর্টের নতুন সিদ্ধান্তের ফলে ত্রৈমাসিক ক্ষেত্রে তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫০,৯২১কোটি টাকা৷

গত ২৫ অক্টোবর সুপ্রিম কোর্ট এক রায়ে লাইসেন্স ফি ও স্পেকট্রাম ব্যবহারের চার্জ বাবদ ভোডাফোন-আইডিয়াকে ‘অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ’-এর জন্য ২৮,৩০৯ কোটি বকেয়া টাকা দ্রুত মেটানোর কথা বলেছিল৷ ফলে, চলতি বছরে নেটওয়ার্ক সম্প্রসারণ ও আধুনিকীকরণের জন্য রাইটস ইস্যুর মাধ্যমে ভোডাফোন আইডিয়া যে ২৫,০০০ কোটি টাকা তুলেছিল, তার সবটাই এই বকেয়া মেটাতে চলে যায়৷

ব্লুমবার্গ নিউজ জানিয়েছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে এই যৌথ উদ্যোগে তৈরি এই সংস্থাটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে৷ ওয়ারলেস পরিষেবার জন্য ত্রৈমাসিক ভিত্তিতে এই সংস্থার রাজস্ব বছরে ৪১.৪ শতাংশ বেড়ে ১০,৮৩৩0 কোটি টাকা হয়েছে৷ ভোডাফোন আইডিয়া এবং ভারতে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এয়ারটেল এই দুই টেলিভিশন সংস্থাই সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে৷ ভোডাফোন সংস্থা জানিয়েছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পূনর্বিবেচনার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছিল তারা৷ তাঁর মধ্যেই এই আর্থিক ধাক্কা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + five =