ফের কলচার্জ বাড়াচ্ছে জিও, আরও মহার্ঘ এয়ারটেল, ভোডাফোন

নয়াদিল্লি: আর্থিক সমস্যা নিয়ে দেশের টেলিকম সংস্থাগুলির দাবি উড়িয়ে দিয়ে কয়েকদিন আগেও রিলায়েন্স জিও-র দাবি ছিল দেশের টেলিকম ক্ষেত্রে আর্থিক সমস্যা নেই৷ কিন্তু মঙ্গলবার এই সংস্থাও মাসুল বাড়ানোর কথা জানিয়ে দিল৷ ফলে এয়ারটেল, ভোডাফোনের সঙ্গে এবার জিও-র গ্রাহকদেরও কপালে ভাঁজ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে একসময় যারা তাদের পথে হাঁটতে বাধ্য হয়েছে এবার উল্টে সেই সংস্থাগুলির পথ

ফের কলচার্জ বাড়াচ্ছে জিও, আরও মহার্ঘ এয়ারটেল, ভোডাফোন

নয়াদিল্লি: আর্থিক সমস্যা নিয়ে দেশের টেলিকম সংস্থাগুলির দাবি উড়িয়ে দিয়ে কয়েকদিন আগেও রিলায়েন্স জিও-র দাবি ছিল দেশের টেলিকম ক্ষেত্রে আর্থিক সমস্যা নেই৷ কিন্তু মঙ্গলবার এই সংস্থাও মাসুল বাড়ানোর কথা জানিয়ে দিল৷ ফলে এয়ারটেল, ভোডাফোনের সঙ্গে এবার জিও-র গ্রাহকদেরও কপালে ভাঁজ৷ প্রতিযোগিতায় টিকে থাকতে একসময় যারা তাদের পথে হাঁটতে বাধ্য হয়েছে এবার উল্টে সেই সংস্থাগুলির পথ অনুসরণ করতেই বাধ্য হল জিও৷

বিনামূল্যে ফোর-জি ডেটা এবং কলচার্জের সুবিধা দিয়ে ২০১৬ সালে টেলিকম দুনিয়ায় প্রবেশ করে বাজিমাত করেছিল রিলায়েন্স জিও৷ ফলে রাতারাতি আধিপত্য হারিয়েছিল সেইসময়ে জনপ্রিয় ভারতের দুই বৃহত্তম সংস্থা ভোডাফোন এবং এয়ারটেল৷ ফলে বাধ্য হয়েই তাদের ট্যারিফ রেট কমাতে হয়েছিল৷ তবে চড়া দামে স্পেকট্রাম কেনার পর বেড়েছে ঋণের বোঝা৷ এরপর বকেয়া আদায়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই বড়সড় আর্থিক বোঝা চাপে৷ কদিন আগেই নিজেদের বড় অঙ্কের লোকসানের কথা জানিয় কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে৷

প্রসঙ্গত, প্রথম থেকেই আইইউসি চার্জের বিরোধিতা করলেও কদিন আগেই মিনিটে ৬ পয়সা করে নেওয়ার সিদ্ধান্ত নেয় জিও৷ গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এক্ষেত্রে কিছু ভাউচার প্যাকও ঘোষণা করেছে এই সংস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 9 =