এয়ারটেলের ৭টি বর্ধিত প্ল্যান, কী সুবিধা থাকছে তাতে? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: সরকারের উচ্চ হারে করের বোঝা সঙ্গে সুপ্রিম কোর্টের বকেয়া লাইসেন্স, জোড়া ধাক্কা সামলাতে পরিষেবার মাসুল বাড়ানোর ঘোষণা আগেই করা হয়েছিল৷ তবে এতদিন এই বর্ধিত মাসুল সম্পর্কে অন্ধকারে ছিলেন গ্রাহকরা৷ এবার সেই বর্ধিত মাসুল-সহ বেশ কয়েকটি নতুন প্রিপেড প্ল্যান প্রকাশ করল এয়ারটেল৷ এই প্ল্যানগুলি কার্যকর হচ্ছে আগামী ৩ ডিসেম্বর থেকে৷ এয়ারটেলের বর্ধিত নতুন প্রিপেড প্ল্যানগুলি

এয়ারটেলের ৭টি বর্ধিত প্ল্যান, কী সুবিধা থাকছে তাতে? পড়ুন বিস্তারিত

নয়াদিল্লি: সরকারের উচ্চ হারে করের বোঝা সঙ্গে সুপ্রিম কোর্টের বকেয়া লাইসেন্স, জোড়া ধাক্কা সামলাতে পরিষেবার মাসুল বাড়ানোর ঘোষণা আগেই করা হয়েছিল৷ তবে এতদিন এই বর্ধিত মাসুল সম্পর্কে অন্ধকারে ছিলেন গ্রাহকরা৷ এবার সেই বর্ধিত মাসুল-সহ বেশ কয়েকটি নতুন প্রিপেড প্ল্যান প্রকাশ করল এয়ারটেল৷ এই প্ল্যানগুলি কার্যকর হচ্ছে আগামী ৩ ডিসেম্বর থেকে৷ এয়ারটেলের বর্ধিত নতুন প্রিপেড প্ল্যানগুলি হল-

২৮ দিনের ভ্যালিডিটি সহ ১৪৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, ২ জিবি হাইস্পিড ডেটা আর ৩০০টি এসএমএস পাওয়া যাবে৷

২৮ দিনের ভ্যালিডিটি সহ ২৪৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে৷

২৮ দিনের ভ্যালিডিটি সহ ২৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানের দাম আগে ছিল ২৪৯ টাকা৷ এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে৷

৮৪ দিনের ভ্যালিডিটি সহ ৫৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ২৪ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে৷

৮৪ দিনের ভ্যালিডিটি সহ ৬৯৮ টাকার টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে৷

১ বছরের প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে বর্ধিত নতুন প্ল্যান গুলি হল-

৩৫৬ দিনের ভ্যালিডিটি সহ ১৪৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ৩৬০০টি এসএমএস পাওয়া যাবে৷

৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ ২৩৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fifteen =