নয়াদিল্লি: কোভিড ১৯ রুখতে লকডাউন জারি হয়েছে রাজ্যে। রাজ্যবাসীকে ঘরবন্দি থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে ইন্টারনেটের দ্বারস্থ হবে দেশবাসী। করোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর পেতে গেলেও নেটওয়ার্কের ওপর ভরসা। তাই নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার, হইচই-এর মতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির উদ্দেশ্যে বিশেষ নির্দেশ দিয়েছে সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (সিওএআই)। করোনা পরিস্থিতিতে ভিডিওর মান কমানোর নির্দেশ দিয়েছে তারা।
সোমবার বিকেল থেকেই রাজ্যে লকডাউন জারি। আগের দিনেই গোটা দেশ জুড়ে জনতা কারফিউ জারি হয়েছিল। তাছাড়া কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে এভাবেই সাবধানতা অবলম্বন করছে দেশবাসী। ঘরবন্দি হওয়ার ফলে ইন্টারনেটের ব্যবহার বাড়বে বলেই মনে করছে সেলুলার অপারেটার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তাছাড়া করোনা সংক্রান্ত খবর বা তথ্য পেতে গেলেও ইন্টারনেটের শরণাপন্ন হবে দেশবাসী। এই পরিস্থিতিতে স্ট্রং নেটওয়ার্কের পরিষেবা দেওয়ার জন্য অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির ভিডিওর মান কমানোর নির্দেশ দিয়েছে। সিওএআই-এর তরফে বলা হয়েছে, 'আমাদের মনে হয়, এই জরুরি পরিস্থিতিতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো সাহায্যের হাত বাড়িয়ে দেবে। যেহেতু মানুষ ঘরবন্দি তাই ইন্টারনেট পরিষেবা তাঁদের আরও গুরুতর প্রয়োজনে কাজে লাগতে পারে।' এছাড়াও তাদের তরফে জানানো হয়েছে, 'ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার আকস্মিক বৃদ্ধি পাওয়ায় টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির নেটয়ার্কের ওপর চাপ তৈরি হচ্ছে।
এই বিশাল পরিমাণ চাপ নিয়ন্ত্রণে আনতে তারা ইতিমধ্যে ব্যবস্থাও নিয়েছে।' এই বিষয়ে এয়ারটেল-এর মুখপাত্র জানিয়েছেন, সংস্থাটির তরফে ইতিমধ্যেই গ্রাহকদের এই প্রয়োজনীয়তার কথা ভাবা হয়েছে। অন্যদিকে ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান চালু করেছে। এই পরিস্থিতিতে সব সংস্থাগুলি একযোগে এগিয়ে এলে গ্রাহক সুবিধা বজায় থাকবে বলেই জানিয়েছে সিওএআই। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফে জানানো হয়েছে, তারা ইতিমধ্যে ইউরোপের দেশগুলিতে এমনই নিয়ম। আগামী এক মাস পর্যন্ত সেখানে মানুষ লো বিট রেটেই ভিডিও দেখতে পাবেন বলে জানিয়েছে তারা।