মুঘল মিউজিয়ামের নাম পরিবর্তন করে ছত্রপতি শিবাজির নামে করলেন যোগী আদিত্যনাথ

২০১৬ সালে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই মিউজিয়াম গড়ার মূল পরিকল্পনা করেছিলেন। এরপর সরকার পরিবর্তন হয়ে বিজেপি ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন যোগী আদিত্যনাথ। তিনি যে সবসময়েই জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী সে কথাই আরেকবার প্রমাণ হল তাঁর সিদ্ধান্তে। সোমবার রাতে একটি বিবৃতি পেশ করে সরকার তরফে জানানো হয় এই মিউজিয়ামের নাম শিবাজি মহারাজের নামে করতে চান মুখ্যমন্ত্রী।

 

লখনউ: আগ্রায় তৈরি হচ্ছে মুঘল মিউজিয়াম। যেখানে মুঘল আমল ও ব্রজ সংস্কৃতির ঐতিহাসিক স্মারক সংরক্ষণ করা হবে। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই মুঘল মিউজায়ামের নাম পরিবর্তন করে ছত্রপতি শিবাজি মহারাজের নামে করার কথা ঘোষণা করলেন।

২০১৬ সালে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই মিউজিয়াম গড়ার মূল পরিকল্পনা করেছিলেন। এরপর সরকার পরিবর্তন হয়ে বিজেপি ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন যোগী আদিত্যনাথ। তিনি যে সবসময়েই জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী সে কথাই আরেকবার প্রমাণ হল তাঁর সিদ্ধান্তে। সোমবার রাতে একটি বিবৃতি পেশ করে সরকার তরফে জানানো হয় এই মিউজিয়ামের নাম শিবাজি মহারাজের নামে করতে চান মুখ্যমন্ত্রী। পাশাপাশি ওই বিবৃতিতে উল্লেখ করা হয় জাতীয়তাবাদী নীতির প্রতিপালক যোগী কখনওই পরাধীনতামূলক মানসিকতাকে প্রশ্রয় দেবেন না।

ওই বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুঘলরা কখনওই ভারতের জাতীয় নায়ক হতে পারে না। সেক্ষেত্রে তাঁর বক্তব্য, ছত্রপতি শিবাজি মহারাজের নামোচ্চারণের সঙ্গে সঙ্গেই জাতীয়তাবোধ ও আত্মগরিমার উন্মেষ হয়। সোমবার নিজের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি ভিডিও মারফত আগ্রার উন্নয়ন সম্পর্কিত একাধিক বিষয় আলোচনা করেন এবং সেখানেই মুঘল মিউজিয়ামের নাম পরিবর্তনের কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, উত্তর প্রদেশ পর্যটন মন্ত্রকের অধীনে এই মিউজিয়াম গড়তে ১৪১ কোটি টাকা খরচ হচ্ছে। সেখানে কোনও পরাধীনতা প্রদানকারী শক্তির নামে জয়গান গাওয়া যোগী আদিত্যনাথ কখনওই মেনে নেবেন না।

উত্তরপ্রদেশ পর্যটন মন্ত্রকের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীবাস্তব জানিয়েছেন, মিউজিয়াম নির্মাণের অধিকাংশ কাজই সম্পূর্ণ হয়েছে। কিন্তু লকডাউনের জেরে কাজ বন্ধ ছিল বলেই প্রকল্প বাস্তবায়ন করতে কিছুটা দেরী হয়েছে। অন্যদিকে সমাজবাদী পার্টির আগ্রা শাখার সভাপতি ওয়াজিদ নিসারে দাবি করেছেন, এই প্রকল্প প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্বপ্নের প্রকল্প ছিল। বর্তমান বিজেপি সরকার এই প্রকল্প রূপায়নের জন্য যথেষ্ট পরিমান অর্থ ব্যয় করছে না। কেবলমাত্র 'হিন্দত্ববাদ'কে উসকে দেওয়ার জন্য নাম পরিবর্তন করাটাই ওঁদের একমাত্র লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *