নয়াদিল্লি: ভারতের টেলিকম বাজার অনেক দিন আগেই একাধিপত্য স্থাপন করেছে রিলায়েন্স জিও। শুরুতে বিনামূল্যে ডেটা প্রদানের পাশাপাশি নজরকাড়া সমস্ত অফারে এই টেলিকম সংস্থা বাণিজ্য বাজারে রমরমা তৈরি করেছে। পেয়েছে বিপুল সংখ্যক গ্রাহক। এবার বেশি ডেটা ব্যবহারকারী গ্রাহকদের জন্য জিও নিয়ে এসেছে আরও একটি চমক। মাত্র সাড়ে ৩ টাকার বিনিময়ে এবার পাওয়া যাবে ১ জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা।
অনেকেই আছেন যাঁরা দিনে অনেক বেশি ইন্টারনেট চান, কিন্তু তার জন্যে মাসিক ৩০০ – ৪০০ টাকা দিতে হয় তাঁদের। সেই সমস্ত গ্রাহকদের জন্যে এবার এই নয়া রিচার্জ প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও টেলিকম সংস্থা। জিও এর এই নয়া রিচার্জ প্ল্যানের দাম ৫৯৯ টাকা। এই প্ল্যান অনুযায়ী প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি হাইস্পিড ডেটা। এই প্ল্যানটি ৮৪ দিনের জন্য কার্যকর হবে। অর্থাৎ মাত্র ৫৯৯ টাকায় ৮৪ দিনে মোট ১৬৮ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। হিসাব করে দেখলে ১ জিবি ডেটার দাম পড়ছে মাত্র সাড়ে ৩ টাকা।
রিলায়েন্স জিও'র এই নয়া রিচার্জ প্ল্যানে ৮৪ দিনে মোট ১৬৮ জিবি ডেটা ছাড়াও পাওয়া যাবে নিজস্ব নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা। পাশাপাশি অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৩০০০ মিনিট পর্যন্ত টকটাইম পিরিয়ড দেওয়া হবে। একই সঙ্গে ৫৯৯ টাকার জিও'র এই রিচার্জ প্ল্যানে মোট ৩০০ টি এসএমএস পাঠানোর সুবিধাও দেওয়া হবে। পাশাপাশি কলার টিউন লাগানোর সুবিধা আগের মতোই বিনামূল্যে পাওয়া যাবে।