এবার করোনা সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দেবে সেফবুক, আসছে নয়া প্রোগ্রাম

এবার করোনা সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দেবে সেফবুক, আসছে নয়া প্রোগ্রাম

9a138c1cf2d8d6a71f2a9defd1814a1d

ক্যালিফোর্নিয়া: করোনা মোকাবিলায় মানুষের পাশে থাকার বার্তা দিল ফেসবুক৷ নোভেল করোনা সম্পর্কে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে নয়া পদক্ষেপ করল এই সংস্থা৷

সোমবার সংস্থার পক্ষ থেকে বলা হয়, ফেসবুক মেসেঞ্জারে একটি নতুন প্রোগ্রাম চালু করতে চলেছেন তাঁরা৷ যার মাধ্যমে মানুষের কাছে করোনা সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দিতে পারবে সরকারি স্বাস্থ্য সংস্থা এবং ইউএন হেল্থ এজেন্সিগুলি৷ এই সোশ্যাল নেটওয়ার্ক মেসেজিং সার্ভিসের মাধ্যমে মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে তাঁরা একযোগে ডেভলপারদের সঙ্গে কাজ করবেন৷ মেসেঞ্জারেই সাধারণ মানুষের প্রশ্নের উত্তরও দেওয়া হবে৷ অন্যদিকে, বিশ্বজুড়ে চলা এই অতিমারি পরিস্থিতিতে বিনা পয়সাতেই স্বাস্থ্যকর্মীদের এই কাজে সাহায্য করবেন বলে জানিয়েছেন ডেভলপাররা৷

সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে করোনা নিয়ে ক্রমাগত গুজব ছড়াচ্ছে৷ বাদ নেই ফেসবুক-ট্যুইটারও৷ কেউ কেউ বলছেন, ৫জির কারণেই নাকি করোনাভাইরাসের উৎপত্তি৷ আবার কিছু মানুষের দাবি, ব্লিচ পান করলেই মিলবে করোনা থেকে মুক্তি৷ নানাবিধ গুজবে জেরবার নেট দুনিয়া৷ ভুল তথ্য ছড়াচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও৷ এই ধরনের বার্তাগুলিকে চিহ্নিত করাও সোশ্যাল নেটওয়ার্কগুলির কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছে৷ সংক্রমণের ভয়ে ঘরবন্দি মানুষের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আনাগোনা বেড়ে গিয়েছে আরও বহুগুণ৷ পাল্লা দিয়ে ছড়াচ্ছে ভুল তথ্য৷

আর্জেন্তিনার স্বাস্থ্য মন্ত্রক মেসেঞ্জারের মাধ্যমে মানুষের প্রশ্নের জবাব দেওয়া এবং করোনা সম্পর্কে সচেতনাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পরই ফেসবুকের তরফে সোমবার নয়া পদক্ষেপের কথা ঘোষণা করা হয়৷ শুধু আর্জেন্তিনাই নয়, মেসেঞ্জারের হাত ধরে মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে ইউনিসেফ, পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রক, রেগুলেশনস অ্যান্ড কোঅর্ডিনশনস এবং অন্যান্য সংগঠনগুলি৷

অন্যদিকে দেখতে গেলে একটি গুরুত্বপূর্ণ সময়ে এই পদক্ষেপ করল ফেসবুক৷ গত কয়েক বছর ধরেই ফেসবুক নিয়ে কিছু মানুষের মনে অসন্তোষ জন্মাচ্ছিল৷ এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁদের গোপনীয়তা এবং তথ্য সুরক্ষিত থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন৷ তবে আপাতত সবকিছুর উর্ধে উঠে এই সিদ্ধান্ত নিল ফেসবুক৷ এই সাইটে ভুল তথ্য সরাবরাহ রুখতে উঠে পড়ে লেগেছে মার্ক জুকারবার্গের সংস্থা৷ উল্লেখ্য, গত সপ্তাহে একটি করোনা ভাইরাস তথ্য কেন্দ্র চালু করেছিল ফেসবুক৷ যা ইউজারদের নিউজ ফিডের সবার উপরে ছিল৷ পাশাপাশি ভুয়ো খবরের বাড়বাড়ন্ত রুখতে ১ মিলিয়ন মার্কিন ডলারও খরচ করেছে ফেসবুক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *