এবার ‘মনের মানুষ’ খুঁজে দেবে ফেসবুক, চালু হল ফেসবুক ডেটিং পরিষেবা!

এবার ‘মনের মানুষ’ খুঁজে দেবে ফেসবুক, চালু হল ফেসবুক ডেটিং পরিষেবা!

e1a5a2963cc9a91ae46a64f4ca08a968

নয়াদিল্লি: নেটপাড়ায় দখল দেওয়ার পর ডেটিং ফিচার নিয়ে আসার চেষ্টা দীর্ঘ দিন ধরে চালিয়ে যাচ্ছিল টেক টেক জায়ান্ট সংস্থা ফেসবুক৷ এবার সেই চেষ্টা বাস্তাবের মাটিতে নামিয়ে এল ফেসবুক৷ চালু কল ‘মনের মানুষ’কে খোঁজার ডেটিং ফিচার৷ নেট নিরাপত্তার কারণে একদিন ফেসবুকের স্বপ্নের রপরিকল্পনা থমকে ছিল৷ এবার সেই সমস্ত বাঁধা কাটিয়ে ডেটিং ফিচার চালু করে দিল ফেসবুক৷

সোশ্যাল মিডিয়ায় রোম্যান্টিক অজানা পার্টনার খুঁজতে ফেসবুক সাহায্য করবে৷ ইউজারদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা ‘বন্ধু’রা পার্টনার হতে পারবেন না৷ ফেসবুক বন্ধুর বাইরে ডেটিং পার্টনার হওয়ার সম্ভাবনা থাকছে৷ নয়া এই ফিচার লঞ্চ করার পরই বিবৃতি দিয়েছে সেফবুক৷

ফেসবুকের তরফে জানানো হয়েছে, আমেরিকা ও ইউরোপেই এই ডেটিং সার্ভিস চালু হবে৷ চেনাজানার গণ্ডি বাইরে পার্টনার খোঁজার দায়িত্ব দেবে ফেসবুক৷ আমেরিকা ও ইউরোপে এই সুবিধা পুরোমাত্রায় চালু করার পর তা ধাপে ধাপে অন্য মহাদেশে তা ছড়িয়ে দেওয়া হবে৷

গত দু’বছর আগে আমেরিকায় এই ডেটিং সার্ভিস চালু করেছিল ফেসবুক৷ দীর্ঘ টালবাহানর পর পুরোমাত্রায় ২০১৯ সালে আমেরিকায় তা চালু হয়৷ এবার ইউরোপে ডেটিংয়ের সুযোগ গড়ে দিচ্ছে ফেসবুক৷ করোনার কারণেও বেশ কিছু দিন পিছিয়ে যায় ফেসবুকের ডেটিং সার্ভিস চালু করার কাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *