কলকাতা: স্মার্টফোনে দেখা যাবে উড়ন্ত ক্যামেরা! হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ধরনের ফোনই তৈরি করে বাজারে আনার চিন্তভাবনা করছে একটি সংস্থা। স্মার্ট ফোনটিতে থাকবে সেকেন্ডারি ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ক্যামেরা বা রোটেটিং ক্যামেরা৷
এই মোবাইলের ক্ষেত্রে ক্যামেরা আলাদা করা যাবে। সেই ক্যামেরায় চারটি প্রপেলার থাকবে। খানিকটা ড্রোনের মতো, যার সাহায্যে এই ক্যামেরাটি উড়তে সক্ষম হবে। এই ক্যামেরায় দু’টি ইনফ্রারেড সেন্সর থাকবে। এই সেন্সরের মাধ্যমেই ক্যামেরাটি নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি ছবি তোলার জন্য সেটাকে যেমন খুশি অ্যাঙ্গলে ব্যবহার করা যাবে৷ গ্রাহকদের আকর্ষণ করতে ফোন প্রস্তুতকারক সংস্থাগুলো লোভনীয় ফিচার যুক্ত করেই চলেছে৷ অত্যাধুনিক ফিচার যুক্ত ফোন কিনতে মানুষ ছুটে চলেছে৷ স্মার্টফোন থেকেই সেলফি তোলার হিড়িক পড়ে গিয়েছে। ফলে ক্রেতাদের কাছে ফোনের ক্যামেরার কদর ক্রমাগত বেড়েই চলেছে। আর সেই সুযোগকে হাতিয়ার করে ফোন সংস্থাগুলোও ক্যামেরার লেন্সের শক্তি বাড়িয়ে চলেছে।
এবার যদি ফোনেই ড্রোনের মতো হুইল থাকে, যার সাহায্যে ক্যামেরা উড়তে সক্ষম হবে, তা হলে আস্তে আস্তে সে দিনও ভুলে যাবে মানুষ। আগামী দিনে যখন মোবাইল থেকে ক্যামেরা আলাদা করে সেই ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে। শুধু ছবি তোলা নয়, ড্রোনের মতো উড়বে, আর ফোনের মাধ্যমে সেই ক্যামেরাকে নিয়ন্ত্রণ করা যাবে নানা মোডে। সময়ের সঙ্গে সঙ্গে আরও কি কি করা যাবে এই ফোনের সাহায্যে সেটাই এখন দেখার৷