হোয়াটসঅ্যাপ সুরক্ষিত করতে নয়া ফিচার সংযোজন

হোয়াটসঅ্যাপ সুরক্ষিত করতে নয়া ফিচার সংযোজন

নিউইয়র্ক: হোয়াটস অ্যাপের ব্যবহার আরও সুক্ষিত করতে দিন কয়েক আগেই Google Drive ও iCloud-এর ব্যাকআপে এনক্রিপশন ফিচার যুক্ত হয়েছে৷ তবে এনক্রিপশন পরেও একটি  অ্যান্ড্রেয়েড ডিভাইস থেকে অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে স্থানান্তরিত করা যাবে সব হোয়াটস অ্যাপ ডেটা অফলাইন পদ্ধতিতে৷ এজন্য আরএআরের মতো একটি ফাইল কমপ্রেশন অ্যাপ থাকলেই হবে।

এই পদ্ধতিতে হোয়াটস অ্যাপের সমস্ত ডেটা একটি ফোল্ডারে নিয়ে অফলাইন পদ্ধতিতে এক ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করা হবে। এর ফলে সব হোয়াটস অ্যাপ ডেটা ক্লাউড স্টোরেজে আপলোড করে তা ডাউনলোড করার ঝামেলা  থাকবে না৷ 
 

পদ্ধতি
হোয়াটস অ্যাপ খুলে ডান দিকে ওপরে থ্রি ডট মেনুতে গিয়ে পরপর সেটিংস, চ্যাট, চ্যাট ব্যাক আপ খুলে ব্যাক আপ অপশন সিলেক্ট করতে হবে। একবার লোকাল ব্যাক আপ তৈরি হয়ে গেলে গুগল ড্রাইভ ব্যাক আপের অপশন বন্ধ করে দেওয়া যায়৷ এবার  ফোনের ইন্টারনাল স্টোরেজে হোয়াটস অ্যাপ ডেটার লোকাল ব্যাকআপ তৈরি হয়ে যাবে।

প্লে স্টোর থেকে যে কোনও ফাইল কমপ্রেশন অ্যাপ ইনস্টল করেও এই কাজ করা যায়৷ যেমন আরএআর অ্যাপ ব্যবহার করে ব্যাকআপ ফোল্ডারকে একটি ফাইলে পরিণত করা যাবে। অন্য যে কোনও ফাইল কমপ্রেশন অ্যাপের সাহায্যেও এই কাজ করা যায়৷ আরএআর অ্যাপের মধ্যে ফোনের ইন্টারনাল স্টোরেজে অ্যান্ড্রয়েড/মিডিয়া ফোল্ডারের ভিতরে গিয়ে com.whatsapp ফোল্ডার সিলেক্ট করতে হবে। com.whatsapp ফোল্ডারের পাশে টিক মার্ক সিলেক্ট করে ওপরে + চিহ্নের আইকন সিলেক্ট করলে গোটা ফোল্ডার একটি .rar ফাইলে পরিণত হবে। এই ফোল্ডারে অনেক ডেটা থাকায় কাজটি হতে অনেকটা সময় লাগতে পারে। চাইলে .rar-এর পরিবর্তে .zip ফাইল তৈরি করা যায়৷ এবার .rar অথবা .zip ফাইলটি পুরনো ফোন থেকে নতুন ফোনে ট্রান্সফার করে নতুন ফোনের একই ফাইল কমপ্রেশন অ্যাপ ইনস্টল করতে হবে। এর পরে নতুন ফোনে কমপ্রেসড ফাইলটিকে আনর্যাসর অথবা আনজিপ করলে ইন্টারনাল স্টোরেজ/অ্যান্ড্রয়েড/মিডিয়া ফোল্ডারে com.whatsapp নামে একটি নতুন ফোল্ডার তৈরি হবে। এবার নতুন ফোনে হোয়াটস অ্যাপ ইনস্টল করে সেট আপ করার সময় গুগল ড্রাইভ থেকে চ্যাট রিস্টোর করার অপশন বন্ধ করে লোকাল ব্যাকআপ থেকে রিস্টোর করার অপশন বেছে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *