কৃষি বিল নিয়ে মতভেদ, পদত্যাগের পর জোট ভাঙার ইঙ্গিত শিরোমণি অকালিদের

কৃষি বিল নিয়ে মতভেদ, পদত্যাগের পর জোট ভাঙার ইঙ্গিত শিরোমণি অকালিদের

 

নয়াদিল্লি: কৃষি সংক্রান্ত বিল নিয়ে মতানৈক্যের জেরে শিরোমণি অকালি দলের সঙ্গে চিড় ধরেছে এনডিএ শিবিরে৷ মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন হরসিমরত কৌর বাদল। অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদলের স্ত্রী হরসিমরত কেন্দ্রের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীর পদে ছিলেন। এনডিএ-তে বিজেপির সবথেকে পুরনো শরিক অকালি দল৷ কিন্তু এদিন হরসিমরত মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার পরই সভাপতি সুখবীর সিং বাদল জানান, তাঁরা আর এনডিএ-র শরিক থাকবেন কিনা, তা ভেবে দেখা হবে৷ এনডিএ ছাড়ার হুমকিও দিয়েছেন তাঁরা৷ 

আরও পড়ুন- শক্তি প্রদর্শন? লাদাখে ভারত-চিন অবস্থানের মাঝেই লাসায় বিমান মহড়া তুলে দিচ্ছে প্রশ্ন

কেন্দ্রের আনা তিনটি কৃষি বিল নিয়েই বিজেপি’র সঙ্গে মূলত বিরোধ তৈরি হয়েছে৷ এর সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষক ভোট৷ কৃষিক্ষত্রে সংস্কারের আইনকে সমর্থন জানালে সাংসদদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন পঞ্জাবের কৃষকরা৷ আবার অকালি দলের মন্ত্রী কেন মোদী সরকারের কৃষি সংস্কারের বিরোধিতা করে ইস্তফা দিচ্ছেন না সেই বিষয়েও প্রশ্ন তুলেছে আপ-কংগ্রেসের মতো বিরোধী দলের নেতারা৷ চাপের মুখেই ইস্তফা দেন হরসিমরত৷ এর পরেই সংসদের বাইরে দাঁড়িয়ে সুখবীর সিং বাদল বলেন, ‘‘কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই সংক্রান্ত অধ্যাদেশ আনার প্রথম দিন থেকেই এর বিরোধিতা করে আসছিলেন হরসিমরত কর বাদল৷ পঞ্জাবের মানুষ যে এই অর্ডিন্যান্স নিয়ে উদ্বিগ্ন সেই কথাও তিনি জানিয়েছিলেন৷ বিশেষ করে কৃষকরা এর বিরোধিতা করেছেন৷ কিন্ত তা সত্ত্বেই এই বিল পাশ করল কেন্দ্র৷’’ 

আরও পড়ুন- বরাত পেল ড: রেড্ডির ল্যাব, নভেম্বরেই বাজারে আসছে করোনার ভ্যাকসিন!

অকালি দলের সভাপতি আরও বলেন, ‘‘জোট সরকারের শরিক হওয়ায় কেন্দ্র কী ভাবছে কৃষকদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য৷ আবার কষৃকরা এই বিষয়ে কী ভাবছে সেই বিষয়ে কেন্দ্রকে অবগত করানোটাও আমাদের কাজ৷ অথচ অই বিষয়ে কৃষকদের মত জানানোর পরেও বিলে বিন্দুমাত্র পরিবর্তন না ঘটিয়েই তা পাশ করে দিল কেন্দ্র৷ এতে আমরা দুঃখিত৷ যাঁরা কৃষকদের দুঃখ-কষ্টের কথা ভাবে না, সেই সরকারের অংশ হতে পারব না৷’’ তিনি আরও বলেন, ‘‘আমরা এনডিএ-র সবচেয়ে পুরনো শরিক৷ গত দু’মাস ধরে আমরা কেন্দ্রীয় সরকারকে বোঝানোর চেষ্টা করেছি৷ কিন্তু কোনও ফল হয়নি৷ আমাদের দল এবার ভেবে দেখবে বিজেপি’র সঙ্গে আর জোটে থাকবে কিনা৷ দলের কোর কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷’’

এর আগে জোট ছেড়ে বেরিয়ে এসেছে শিবসেনা৷  এবার বিচ্ছেদের মুখে অকালি শিরোমনি দল৷ এদিকে ইস্তফা দেওয়ার পর হরসিমরত বলেন, বোন হিসেবে চাষিভাইদের পাশে দাঁড়াতে পেরে তিনি গর্বিত।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fifteen =