শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে কত জন পরিযায়ীর? রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী

শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে কত জন পরিযায়ীর? রাজ্যসভায় জানালেন রেলমন্ত্রী

 

নয়াদিল্লি: লকডাউনের মাঝে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের নিজ রাজ্যে ফিরিয়ে আনতে মে মাসে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করেছিল কেন্দ্র৷ গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে ৯৭ জন পরিযায়ী শ্রমিকের৷ এক প্রশ্নের জবাবে রাজ্যসভায় এই তথ্য জানাল কেন্দ্র৷ 

আরও পড়ুন- হাসপাতাল থেকে বাড়ি ফিরেই প্রাণ বাঁচানো চিকিৎসককে চাল পাঠালেন বৃদ্ধ কৃষক

 

গত ৩০ মে হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্টে বলা হয়েছিল ৯ মে থেকে ২৭ মে’র মধ্যে যাত্রা করার সময় শ্রমিক স্পেশাল ট্রেনে মৃত্যু হয়েছে ৮০ জনের৷ রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-এর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট করা হয়েছিল৷ কিন্তু শুক্রবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের করা এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘‘শ্রমিক স্পেশাল ট্রেনের সূচনা থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনে সওয়ার অবস্থায় ৯৭ জনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ৮৭টি মৃত দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সংশ্লিষ্ট রাজ্য পুলিশ৷ এর মধ্যে ৫১টি রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে হৃদযন্ত্র বিকল, হৃদ রোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, অতীতের কোনও দীর্ঘস্থায়ী রোগ, দীর্ঘদিনের ফুসফুসের অসুখ, লিভারের অসুখের কথা উল্লেখ করা হয়েছে৷’’ 

 

এর আগে বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রের তরফে সংসদে জানানো হয়েছিল গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া দীর্ঘ ৬৮ দিনের লকডাউনে কত জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে তার কোনও তথ্য নেই সরকারের হাতে৷ কোনও পরিসংখ্যান না থাকায় ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন আসে না বলেও উল্লেখ করা হয়েছিল৷ কেন্দ্রের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে৷ মোদী সরকারকে এক হাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷ তিনি বলেন, ‘‘আপনারা গোনেননি মানে এই নয় যে, কারও মৃত্যু হয়নি৷’’ 

আরও পড়ুন- মুর্শিদাবাদে আল-কায়দার ঘাঁটি, বাংলা-কেরল থেকে ৯ জঙ্গিকে গ্রেফতার করল এনআইএ

পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ১ মে থেকে শুরু হয় শ্রমিক স্পেশাল ট্রেন৷ ১ মে থেকে ৩১ অগাস্টের মধ্যে ৪,৬২১ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে৷ ভিন রাজ্য থেকে ঘরে ফিরেছেন ৬,৩১৯,০০০ জন যাত্রী৷ এদিন রেলমন্ত্রী বলেন, ‘‘রাজ্য পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ৯ সেপ্টেম্বর পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেনে ৯৭ জনের মৃত্যু হয়েছে৷ সিআর.পিসি’র ১৭৪ ধারায় রাজ্য পুলিশ অপ্রাকৃতিক মৃত্যুর মামলা রেজিস্টার করেছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + four =