আগ্রা: ছয় মাস ধরে পর্যটকদের জন্য বন্ধ থাকার পরে সোমবার থেকে খুলল আগ্রার তাজমহল। করোনা ভাইরাসের কারণে কঠোর সুরক্ষা নির্দেশিকা মেনে সকালে খোলা হল এই স্মৃতিসৌধ। এর পাশাপাশি আগ্রার দুর্গও সোমবার থেকে ফের খুলেছে। ঐতিহ্যবাহী এই দুই স্থাপত্যই মহামারীজনিত কারণে ১৭ মার্চ থেকে বন্ধ ছিল।
ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের (আগ্রা সার্কেল) তত্ত্বাবধায়ক প্রত্নতত্ত্ববিদ বসন্ত কুমার স্বর্ণকর এক বিবৃতিতে বলেছেন, সমাধি ও দুর্গ পরিদর্শন করার সময় কেন্দ্রের দ্বারা জারি করা সমস্ত সুরক্ষা নির্দেশাবলী অনুসরণ করতে হবে। যার মধ্যে সামাজিক দূরত্ব এবং হাতের স্যানিটাইজিং অন্তর্ভুক্ত রয়েছে। একটি মিডিয়া বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। তাজমহলে প্রতিদিন মাত্র ৫ হাজার ট্যুরিস্টের অনুমতি দেওয়া হবে। দুপুর ২টোর আগে ২ হাজার ৫০০ জন এবং বাকিরা তারপর তাজমহলে প্রবেশ করতে পারবেন। আগ্রা ফোর্টে প্রতিদিন আড়াই হাজারের বেশি পর্যটককে অনুমতি দেওয়া হবে না বলেও জানান তিনি।
আরও পড়ুন: PAN কার্ড নষ্ট হয়ে গিয়েছে? চিন্তা নেই, আবেদন করুন সহজ কয়েকটি পদ্ধতিতে
মিঃ স্বর্ণকর বলেন “স্মৃতিস্তম্ভগুলিতে প্রবেশ করার জন্য মাস্ক বাধ্যতামূলক। সমস্ত টিকিট অনলাইনে কিনতে হবে। টিকিট কাউন্টারগুলি খোলা হবে না।” তাজমহল প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশী পর্যটককে আহ্বান জানায়। কিন্তু করোনা পরিস্থিতিতে ব্যতিক্রম। বছরে যেখানে সাত মিলিয়ন দর্শনার্থী এখানে আসেন, সেখানে এবছর মার্চ থেকে বদলে গিয়েছে চিত্রটা। আগ্রার দুর্গে এক বছরে প্রায় তিন মিলিয়ন দর্শনার্থী আসেন। এমন বহু স্মৃতিস্তম্ভ থেকে আয় উত্তর প্রদেশের রাজস্বতে ব্যাপক অবদান রাখে। নিশান্ত বশিষ্ট নামে একজন দর্শনার্থী বলেন, “এটি একই সঙ্গে অবিশ্বাস্য এবং ঐlতিহাসিক। এটি প্রথমবারের মতো তাজ ছয় মাসের জন্য বন্ধ ছিল। আমরা এখানে পরিবর্তনটি দেখতে পেয়েছি। নিউ নর্মালে আমাদের ভালোর জন্য প্রত্যাশা করা উচিত এবং সেগুলো আমাকে গ্রহণ করতে হবে। আমি আমার পরিবারে সঙ্গে এসেছি।”
সরকার আনলক ৪ ঘোষণার পর ঐতিহ্যবাহী স্থানগুলি পুনরায় খোলার পদক্ষেপটি আরও শিথিল করা শুরু করে। যদিও দেশে করোনা ভাইরাস মামলার সংখ্যা বাড়ছে। কিন্তু মানুষ নতুন নর্মালের দিকে এগিয়ে চলেছে। উত্তরপ্রদেশ ৩.৪৮ লক্ষেরও বেশি কোভিড-১৯ পজিটিভ রোগী রয়েছে। এটি দেশের পঞ্চম সর্বাধিক ক্ষতিগ্রস্থ রাজ্য।