ব্যাঙ্কে জমানো টাকা সুরক্ষিত আছে তো? সংসদে পাস ব্যাংকিং রেগুলেশন সংশোধনী বিল

ব্যাঙ্কে জমানো টাকা সুরক্ষিত আছে তো? সংসদে পাস ব্যাংকিং রেগুলেশন সংশোধনী বিল

নয়াদিল্লি: কৃষি বিল নিয়ে উত্তাল রাজ্যসভা৷ হট্টগোলের কারণে ৮ সংসদের সাসপেন্ড করার প্রতিবাদ ও কৃষি বিলের প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যসভার অধিবেশনে বয়কট করেছেন বিরোধীরা৷ কিন্তু বিরোধীদের তরফে অধিবেশন বয়কট করা হলেও রাজ্যসভায় আজ একের পর এক বিল পাস করিয়েছে কেন্দ্র৷ কৃষি বিল-সহ ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইন৷ বিরোধীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও এবার রাজ্যসভায় পাস হয়ে গেল ব্যাংকিং রেগুলেশন (সংশোধনী) বিল৷ কিন্তু জানেন কি, এই বিলে কী কী বন্দোবস্ত রয়েছে আনা হয়েছে?

কেন্দ্রের দাবি, ব্যাঙ্ক গ্রাহক স্বার্থ রাক্ষায় দেশের সমবায় ব্যাংকগুলিকে এখন থেকে ভারতীয় রিভার্জ ব্যাংকের আওতায় আনা হবে৷ গতকাল সংসদে ব্যাংকিং রেগুলেশন আইনের সংশোধনী পেশ করে কেন্দ্র৷ আজ, বিরোধীদের অধিবেশন বয়কট সত্ত্বেও রাজ্যসভায় পাস হয়ে যায় বিল৷ বুধবার বিলটি লোকসভায় ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে৷ এবার রাজ্যসভায় পাস হওয়ায় খুব দ্রুত তা রাষ্ট্রপতির হাত দিয়ে আইনে পরিণত হয়ে যাবে৷

সমবায় ব্যাংক নিয়ে গত ২৬ জুন কেন্দ্র অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্র৷ সরকারের দাবি, এই বিলের মূল উদ্দেশ্য গ্রাহকদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা৷ তবে, এই আইনের মাধ্যমে রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজের ক্ষমতা খর্ব হবে না বলেও দাবি কেন্দ্রের৷  লোকসভায় এর আগে অর্থমন্ত্রীর ব্যখ্যা দিয়ে জানিয়েছিলেন, রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজ এতদিন যে ক্ষমতা ভোগ করত, তা অপরিবর্তিত থাকবে৷ তবে, এখন থেকে সময়বারগুলির ব্যাংকিং কাজআরবিআই নিয়ন্ত্রণ করবে৷ সমবায় ব্যাংক ও মাল্টি-স্টেট সমবায় ব্যাংকগুলি এখন থেকে রিজার্ভ ব্যাংকের নজরদারির আওতায় চলে আসবে৷

গোটা দেশজুড়ে  ১ হাজার ৪৮২টি শহুরে সমবায় ও ৫৮টি মাল্টি-স্টেট সমবায় ব্যাংক আছে৷ সব মিলিয়ে ৮ কোটি ৬০ লক্ষ গ্রাহকের অর্থ সেখানে গচ্ছিত আছে৷ কিছু না হলেও তা প্রায় ৪ লক্ষ ৮৪ হাজার কোটি টাকার কাছাকাছি৷ কেন্দ্রের দাবি, আরবিআইয়ের নজরদারির আওতায় আসলে গচ্ছিত আমানতে গ্রাহকরা আরও সুরক্ষিত থাকবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *