নিজস্ব প্রতিবেদন: আজ, ২৭ সেপ্টেম্বর, রবিবার সকালে ৬৯ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে সদ্য পাস হওয়া কৃষি বিল প্রসঙ্গে নরেন্দ্র মোদী বললেন, ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার পিছনে ভারতের কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি তিনি বলেন কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ভারতীয় কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করবে। পাশাপাশি লাভবান হবেন কৃষকেরাও।
করোনা মহামারীর মধ্যে দীর্ঘ লকডাউনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। দেশের সমস্ত ক্ষেত্রকে আত্মনির্ভর করে তোলার পাশাপাশি নরেন্দ্র মোদী কৃষি ক্ষেত্রের ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করেছিলেন। তিনি বলেছেন, ভারতের মতো উন্নয়নশীল দেশে যেখানে অর্থনীতির বেশির ভাগটাই নির্ভর করে উৎপাদন ক্ষেত্রের ওপর, সেখানে কৃষি ক্ষেত্রকে আরও মজবুত করে তোলাই সরকারের একমাত্র লক্ষ্য। সেই মর্মে, সম্প্রতি সামাজিক দূরত্ব ও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে সংগঠিত হয়েছিল এবারের বাদল অধিবেশন। যেখানে নয়া কৃষিবিল পাস করাতে সফল হয় কেন্দ্র সরকার।
বিরোধীরা যদিও এই কৃষি বিল নিয়ে বিরোধীতা শুরু করেছে। তাদের দাবি, এক কথায় বিরোধী শূন্য অবস্থায় সুকৌশলে কেন্দ্র এই বিল পাস করিয়ে নিয়েছে। এর ফলে সার্বিকভাবে ক্ষতিগ্রস্থ হবে ভারতের কৃষক সম্প্রদায়। কিন্তু প্রধানমন্ত্রী জানান, চুক্তির মাধ্যমে সরাসরি কৃষকদের চাষ করিয়ে কর্পোরেট সংস্থাগুলি তাদের কাছ থেকে পণ্য কিনতে পারবে এই বিলের সাহায্যে। পাশাপাশি আজকের ‘মন কি বাত’ অনুষ্ঠানে গান্ধীজির একাধিক বাণী ও তাঁর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ২০১৪ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই মোদী গান্ধীজির কথা তুলে ধরেন। এর আগেও গান্ধীজির স্মরণেই ‘স্বচ্ছ ভারত’ প্রকল্প গ্রহণ করেছিল কেন্দ্র।
প্রধানমন্ত্রী রবিবারের বক্তব্যের শেষে বলেন, বহুকাল আগে থেকেই ভারত আত্মনির্ভর হওয়ার চেষ্টা করেছে। পাশাপাশি অতিমারীর সময়কালেও ভারতকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে শক্তি দেখিয়েছে দেশের কৃষক সম্প্রদায়। প্রযুক্তির ওপর বিশ্বাস রাখা মোদী জানান, কৃষিক্ষেত্রকে সামগ্রিক ভাবে এগিয়ে নিয়ে যেতে হলে প্রযুক্তির ওপর নির্ভর হতেই হবে। এর ফলে কৃষক শ্রেণি যেমন লাভবান হবেন, তেমনি দেশের কৃষিক্ষেত্রের সার্বিক উন্নয়ন হবে।