মাস পড়লেই শুরু হবে আনলক ফাইভ, কীসে কীসে মিলতে চলেছে ছাড়?

মাস পড়লেই শুরু হবে আনলক ফাইভ, কীসে কীসে মিলতে চলেছে ছাড়?

 

নয়াদিল্লি: আনলকের পথে আরও একধাপ এগোতে চলছে দেশ৷ ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে আনলক ফাইভ৷ এর আগেই গাইডলাইন ইস্যু করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ নিউ নর্ম্যালে ফিরছে দেশ৷ আনলক ফাইভ-এর গাইডলাইনে কী কী শর্তাবলী প্রযোজ্য হবে, কীসে ছাড় মিলবে তা জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছে দেশবাসী৷ এদিকে অক্টোবর পড়তেই শুরু হয়ে যাবে উৎসবের মরশুম৷ 

আরও পড়ুন- নিশানায় ভারত, পাক মদতে নেপাল সীমান্তে মাথাচাড়া দিচ্ছে জিহাদ, বলছে রিপোর্ট

গাইডলাইন মেনে ইতিমধ্যেই আনলক ফোর পর্বে খুলে গিয়েছে শপিং মল, সেলুন, রেস্তোরাঁ, জিম৷ তবে এখনও বন্ধ রয়েছে সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক৷ আনলক ফাইফ পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এবার সিনেমা হল খোলায় ছাড়পত্র মিলবে বলে অনুমান৷ কোভিড-১৯ বিধি মেনেই হয়তো খুলে যাবে সিনেমা হল৷ প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর থেকেই খোলা মঞ্চে থিয়েটার করার অনুমতি দিয়েছে কেন্দ্র৷ 

কয়েক দিন আগে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল, ১ অক্টোবর থেকে খুলে দেওয়া হবে সিনেমা হল৷ তবে নির্দিষ্ট সংখ্যক মানুষকেই হলের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হবে৷ মেনে চলতে হবে সোশ্যাল ডিস্টেনসিং৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘লকডাউন থেকে স্বাভাবিকের পথে ফিরতে ১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, সিনেমা হল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ম্যাজিক শো করার অনুমতি দেওয়া হবে৷ তবে আপাতত ৫০ শতাংশ মানুষকে নিয়ে কাজ করতে হবে৷ শারীরিক দূরত্ব মেন চলতে হবে৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ এছাড়াও সতর্কতামূলক প্রতিটি পদক্ষেপ মেনে চলতে হবে৷ ’’

আরও পড়ুন- মাঝেমধ্যেই হাসির খোরাক হয়ে ওঠে রিপাবলিক টিভি, নেটিজেনদের এমন অভিযোগের কারণ জানেন?

অন্যদিকে, লকডাউনে জোড় ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প৷ কিছু কিছু জায়গা খুললেও পূর্ণ উদ্যমে তা শুরু হয়নি এখনও৷ আনলক ফাইফ পর্বে দেশ জুড়ে পর্যটন ব্যবসার ক্ষেত্রে একটা ছাড়পত্র দেওয়া হতে পারে। অন্যদিকে, রাজ্যের মত দেশ জুড়ে সিনেমা হলগুলি খোলার ক্ষেত্রে ছাড়পত্র মিলতে পারে। 

এছাড়াও গত ২১ সেপ্টেম্বর থেকে নবম ও দ্বাদশ শ্রেণীর স্কুলের পঠন-পাঠন শুরু করার ছাড়পত্র মিলেছিল৷ তবে বাকি ক্লাসের পড়ুয়ারা এখনও স্কুলে আসার অনুমতি পায়নি৷ ‘আনলক ফাইভ’-পর্বেও তা শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ৷ তবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ক্লাস ‘আনলক ফাইভ’-এ শুরু হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =