কৃষি বিলের বিরুদ্ধে এবার কংগ্রেসের ‘কিষাণ যাত্রা’, আসরে নামছেন খোদ রাহুল

কৃষি বিলের বিরুদ্ধে এবার কংগ্রেসের ‘কিষাণ যাত্রা’, আসরে নামছেন খোদ রাহুল

নয়াদিল্লি: কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে ফুঁসছে দেশের কৃষক সমাজ৷ লাগাতার চলছে বিক্ষোভ-আন্দোলন৷ কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে পঞ্জাব থেকে এবার ‘কিষাণ যাত্রা’ শুরু করতে চলেছে কংগ্রেস৷ পঞ্জাবের সঙ্গরুর থেকে শুরু করে এই যাত্রা শেষ হবে রাজধানী দিল্লিতে৷ পঞ্জাব ও হরিয়ানার একাধিক জেলার উপর দিয়ে হবে এই কিষাণ যাত্রা৷ সর্বোপরী কৃষকদের সমর্থনে এবার আন্দোলনে সামিল হতে চলেছেন স্বয়ং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী৷  

আরও পড়ুন- নির্মাণ থেকে ধ্বংস, বিতর্কে বাবরির ৫০০ বছরের ইতিহাস

কৃষি বিলের বিরুদ্ধে কৃষক আন্দোলনের আগুনে ঘৃতাহুতি দিয়ে পথে নেমেছে কংগ্রেস৷ ২৪ সেপ্টেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ব্যাপক আন্দোলনের পরিকল্পনা করেছে হাত শিবির৷ কী কী পদক্ষেপ করা হবে, কী ভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার রূপরেখা এঁকে দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী৷ সূত্রের খবর সঙ্গরুরে জনসমাবেশ করবেন রাহুল৷ এর পরেই শুরু হবে  কিষাণ যাত্রা৷ পাতিয়ালার দিকে রোড শো করতে করতে করতে এগোবেন তাঁরা৷ ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে কিষাণ যাত্রা শুরু করার কথা থাকলেও সম্ভবত তা পিছিয়ে ৩ তারিখ করা হবে বলে জানা গিয়েছে৷ পঞ্জাবে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ইনচার্জ হরিশ রাওয়াত ইতিমধ্যেই চণ্ডীগড়ে ক্যাম্প শুরু করছেন৷ 

অন্যদিকে হরিয়ানার কংগ্রেস সভাপতি কুমারী সেলজা জানিয়েছেন, বুধবার দিল্লিতে হরিয়ানায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির ইনচার্জ বিবেক বনশালের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের কংগ্রেস নেতারা৷ আগামী দুই-তিন দিনের মধ্যে রাহুল গান্ধী নিজে হরিয়ানা ও পঞ্জাবে আসবেন বলেও জানিয়েছেন সেলজা৷ কৃষকদের অধিকারের জন্য প্রতিটি স্তরে কংগ্রেস আন্দোলন করবে বলেও জানানো হয়েছে৷ কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে এই ‘কালো আইন’ যাতে লাগু করা না হয়, সেই নির্দেশ দিয়েছেন সভানেত্রী সোনিয়া গান্ধী৷ জানা গিয়েছে, কৃষি আইনের বিরুদ্ধে কংগ্রেসের অবস্থান একদম স্পষ্ট করে দিতে চান রাহুল৷ সেই সঙ্গে মুখোশ সরিয়ে মোদী সরকারের ‘কৃষক বিরোধী’ মুখ বার করে আনাই কংগ্রেসের লক্ষ্য৷ 

আরও পড়ুন- Unlock5:  খুলছে স্কুল, সিনেমা হল! চলবে লোকাল ট্রেন? নয়া গাইডলাইন কেন্দ্রের

সংসদের বাদল অধিবেশনে ‘অত্যাবশ্যক পণ্য আইন’ সংশোধন, ‘কৃষি পণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন’ এবং ‘কৃষিপণ্যের দাম নিশ্চিত করতে কৃষকদের সুরক্ষা ও ক্ষমতায়ন চুক্তি’ সংক্রান্ত বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই বিদ্রোহ শুরু করেছে দেশের কৃষকরা৷ এই বিলে সাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + four =