শ্রীনগর: ফের সংঘর্ষবিরতি চুক্তি ভাঙল পাকিস্তান। করোনা পরিস্থিতির মধ্যেই নিয়ন্ত্রণ রেখা টপকে গুলি চালাল তারা। বৃহস্পতিবার বিকেলে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের এই ঘটনা ঘটে পাকিস্তান কুপওয়ারা জেলার কেরান ও মাছাল সেক্টরে। সীমান্তের ওপার থেকে আর্টিলারি বন্দুক, মর্টার এবং অন্যান্য ভারী অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। ঘচনায় ২ ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন।
পাকিস্তানের এই হামলার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাও। এপাশ থেকেও চলেছে গুলি। এখনও চলছে ক্রসফায়ার। শুক্রবার এ নিয়ে ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। জারি করা একটি বিবৃতি নিশ্চিত করা হয়েছে যে বৃহস্পতিবার সকালে কুপওয়ারার নওগাম সেক্টরে এলওসি বরাবর পাকিস্তান অবিচ্ছিন্ন যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করে। আচমকা এই হামলায় দু’জন জওয়ান শহিদ হন। ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। হামলার জবাব দিতে শুরু করেছে ভারতীয় সেনা। তল্লাশী চালিয়ে সীমান্ত এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে ভারতীয় সেনা।
আরও পড়ুন: তরুণীর শরীরে মেলেনি শুক্রাণু, দাবি পুলিশের! বাড়িতে গিয়ে পরিবারকে ‘হুমকি’ DM-এর
তবে এই হামলায় সিঁদুরে মেঘ দেখছেন প্রশাসনিক কর্তারা ও ভারতীয় সেনাবাহিনী। শীতকাল আসার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকটি লঞ্চ প্যাডের মাধ্যমে নিয়ন্ত্রণ রেখা জুড়ে আরও বেশি জওয়ানকে মোতায়েন করার চেষ্টা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিং বলেছেন “প্রতিবছর তুষারপাতের আগে পাকিস্তান সন্ত্রাসবাদীরা সীমান্ত টপকানোর চেষ্টা করে। এবং এ বছরও তা ঘটছে। গুরেজ এবং বান্দিপোরা সেক্টর থেকে অনুপ্রবেশের খবর রয়েছে আমাদের কাছে। সেনাবাহিনীও এই জায়গাগুলিতে যোগাযোগ স্থাপন করেছিল এবং আমরা সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে বিশাল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে পেরেছি। বারমুল্লা এবং হ্যান্ডওয়ারাতেও চেষ্টা ছিল। আমাদের সীমান্ত সুরক্ষা শক্তিশালী। আমরা সীমান্তবর্তী অঞ্চলে সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করতে পেরেছি।”