নয়াদিল্লি: তিনি নাকি সেরা অভিনেতা। ক্যামেরার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণ নিয়ে ভারতে কম চর্চা হয় না। সম্প্রতি ফাঁকা টানেলে তার হাত নাড়াকে কেন্দ্র করে কম চর্চা হচ্ছে না। সারা দেশে সেই ছবি ভাইরাল। বেশি দিনকার কথা নয়। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচল প্রদেশের রোহতাংয়ে ৯.০২ কিলোমিটার দীর্ঘ অটাল টানেলের উদ্বোধন করেছিলেন, যা মানালি এবং লাহুল-স্পিতি উপত্যকার মধ্যে যাতায়াতের সময়কে অনেক কম করবে।
এটি দশ হাজার ফুট উচ্চতার উপরে বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল বলে মনে করা হয়। প্রকল্পটি এই অঞ্চলে পর্যটনকে বাড়িয়ে তুলবে এবং সেনা বাহিনীকে লাদাখের দ্রুত প্রবেশের সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসাবে মোদী টানেলের মধ্যে দিয়ে হেঁটেছিলেন এবং এরপর একটি উন্মুক্ত গাড়িতে করে চড়েছিলেন। তবে আপাতদৃষ্টিতে খালি টানেলের মধ্যে মোদীতে হাত নাড়তে দেখে সোশ্যাল মিডিয়ায় হাসি এবং রসিকতা ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা হাসাহাসি করতে থাকে, ফাঁকা টানেলে কার দিকে হাত নাড়ছেন মোদী? নাকি শুধুই ‘পাবলিসিটি স্টান্ট’।
তবে ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়াকে ধোকা দিতে তিনি অনেকবার একই কাজ করেছেন বলে অভিযোগ। লকডাউনের মাঝে শ্রীনগরের ডাল লেকে নৌ বিহারের সময় তিনি কাকে হাত দেখিয়েছিলেন, তা নিয়ে আজও চর্চা হয়। ২০১৮ এর ডিসেম্বরে, আসামের বোগভি ব্রিজের উদ্বোধনের সময় মোদির ক্যামেরা স্টান্ট একই ধরণের চর্চার কারণ হয়েছিল। মোদি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি “অনুপ্রেরণীয়” মহিলাদের হাতে তুলে দেবেন বলে ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পাবলিসিটি স্টান্টের অভিযোগ উঠেছে।
Who was he waving to in the #Tunnel?#WahModijiWah pic.twitter.com/RZYgZA0OLX
— Preeti Sharma Menon (@PreetiSMenon) October 4, 2020
অনেকেই অভিযোগ করেন, মোদী একটি টুইটার পোস্টে শান্তির ডাক দিয়েছিলেন, তবে জনসমাবেশে মারাত্মক সহিংসতার বিষয়ে কথা বলেননি। তবে, এই কোথাও অনেকে স্বীকার করে নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাচনভঙ্গি সারা দেশকে আকর্ষিত করে। কোটি কোটি মানুষ তার ভাষণ শুনতে উৎসুক। মোদি যে ভারতের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রীরূপে অবতীর্ণ হয়েছেন – সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।