গাজিয়াবাদ: নিজের কর্তব্যে তিনি দৃঢ়-অবিচল৷ কাজের প্রতি তাঁর নিষ্ঠা প্রশংসারও ঊর্দ্ধে৷ দিন পনেরো আগেই এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি৷ কিন্তু তার মধ্যেই কাজে ফিরলেন কর্তব্যের টানে৷
আরও পড়ুন- চিন ও পাকিস্তানকে মোকাবিলা করতে উদ্যোগ, সীমান্তে ৪৪টি সেতুর উদ্বোধন রাজনাথের
কোভিড পরিস্থিতিতে গত জুলাই মাসে গাজিয়াবাদ জেলায় নোডাল অফিসার হিসাবে নিযুক্ত হয়েছিলেন মোদীনগর সাব-ডিভিশনের ম্যাজিস্ট্রেট সৌম্যা পান্ডে৷ ১৫ দিন আগেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি৷ কিন্তু দুধের শিশুকে কোলে নিয়েই ফের কাজে যোগ দিলেন এই আইএএস অফিসার৷ তাঁর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাল নেটিজেনরা৷ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পান্ডে বলেন, ‘‘আমি একজন আইএএস অফিসার৷ আমি আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন৷ কোভিড পরিস্থিতিতে দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে৷ জরুরি ভিত্তিতে কাজ করতে হচ্ছে৷ ঈশ্বর মেয়েদের সন্তান জন্ম দেওয়ার, তাকে লালন-পালন করার শক্তি দিয়েছে৷ গ্রামীন ভারতে মহিলারা অন্তঃসত্ত্বা অবস্থায় সংসারের যাবতীয় দায়িত্ব পালন করেন৷ আবার সন্তান জন্ম দেওয়ার পরও সন্তানের দেখভালের পাশাপাশি ঘরের কাজও সামলান৷ তেমনই ঈশ্বরের আশীর্বাদ, আমার তিন সপ্তাহের মেয়েকে মানুষ করার পাশাপাশি আমি প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারছি৷’’
আরও পড়ুন- হাত-ছাড়া হাইপ্রোফাইল নেত্রী! কংগ্রেস ছেড়ে বিজেপিতে দক্ষিণী অভিনেত্রী খুশবু সুন্দর
সৌম্যা আরও বলেন, ‘‘আমার পরিবার আমার পাশে রয়েছে৷ তাঁদের অকুণ্ঠ সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না৷ পুরো তহসিল ও গাজিয়াবাদ জেলা প্রশাসন আমার পরিবারের মতো৷ গর্ভবতী অবস্থায় এবং সন্তান জন্ম দেওয়ার পর তাঁরা আমাকে সমর্থন করেছেন৷ জেলা শাসক এবং প্রশাসনিক কর্মীরা সকলে সবসময় আমার পাশে ছিলেন এবং এখনও আছেন৷’’ এসডিএম বলেন, ‘‘জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গাজিয়াবাদে কোভিড-এর নোডাল অফিসার ছিলাম আমি৷ সেপ্টেম্বরে অপারেশনের জন্য ২২ দিনের ছুটি নিই৷ ডেলিভারির দু’সপ্তাহ পরেই ফের তেহসিলে ফিরে আসি৷’’ তবে সকল কর্মরত অন্তঃসত্ত্বা মহিলার প্রতি তাঁর বার্তা, কোভিড পরিস্থিতিতে বাইরে কাজ করার জন্য পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করুন৷ সাবধান থাকুন৷