ভোট ময়দানে মহাগাটবন্ধনের হয়ে ব্যাট ধরলেন সোনিয়া, তুলোধোনা নীতীশ সরকারকে

ভোট ময়দানে মহাগাটবন্ধনের হয়ে ব্যাট ধরলেন সোনিয়া, তুলোধোনা নীতীশ সরকারকে

নয়াদিল্লি: রাত পোহালেই বিহারে শুরু বিধানসভা ভোট৷ এর ঠিক আগে ভিডিয়ো বার্তায় নীতীশ সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ বিহারের মানুষের কাছে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার আর্জি জানালেন তিনি৷ যে সরকারের কাজকর্ম এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন রয়েছে, সেই সরকারের পক্ষে বিহারের মানুষ যাতে কোনও ভাবেই ভোট না দেন, সেই আর্জিই জানান সোনিয়া৷ টুইটারে তাঁর এই ভিডিয়োটি শেয়ার করেন সোনিয়া-পুত্র৷ বিহারে পরিবর্তনের ঝড় তুলতে সেখানে মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন রাহুল গান্ধী৷ বিহারের রাজ্যপাট ‘মহাগাটবন্ধন’ জোটের হাতে ফেরাতে মরিয়া তিনি৷ 

আরও পড়ুন- উৎসবের মধ্যেই মিলল স্বস্তি, তিন মাসে প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৩৬ হাজারে

এদিন সোনিয়া গান্ধী তাঁর ভিডিয়ো বার্তায় বলেন, ‘‘ বিহারে আমার প্রিয় ভাই-বোনদের জানাতে চাই যে, বিহার সরকার সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গিয়েছে৷ ক্ষমতা ও অহংকারের জন্য সরকার বিপথে চালিত হচ্ছে৷ না তাঁদের কথা ভালো, আর না কাজ৷ শ্রমিকরা অসহায় অবস্থার মধ্যে রয়েছে৷ কৃষকরা আজ উদ্বিগ্ন৷ যুবকরা হতাশ হয়ে পড়ছেন৷ সঙ্গীন অর্থনৈতিক অবস্থার জেরে মানুষের জীবনও দুর্বিষহ হয়ে উঠছে৷ জনগণ কংগ্রেসের ‘মহাগাটবন্ধন’-এর সঙ্গে রয়েছে৷ বিহারের মানুষকে মহাগাটবন্ধনের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি৷’’ পাঁচ মিনিট দীর্ঘ ওই ভিডিয়োটিতে কংগ্রেস সভানেত্রী আরও বলেন, ‘‘বিহার আজ সংকটের মধ্যে রয়েছে৷ দলিত, পিছিয়ে পড়া মানুষদের প্রতিনিয়ত নিপীড়নের শিকার হতে হচ্ছে৷ বিহার এবং কেন্দ্রীয় সরকার আসলে ‘বন্দি’ সরকার৷ তারা নোট বন্দি করতে জানে৷ তাদের লকডাউনের সিদ্ধান্তে আজ দেশের অর্থনীতির এই করুন দশা হয়েছে৷’’ 

আরও পড়ুন- ২০১৬-র ইন্দোর-পটনা ট্রেন দুর্ঘটনায় জঙ্গি যোগ! তদন্ত চলছে এনআইএর

কংগ্রেস সভানেত্রীর কথায়, ‘‘বিহারের মানুষের মধ্যে উৎকর্ষতা, প্রতিভা, শক্তি এবং ক্ষমতা রয়েছে৷ কিন্তু বেকারত্ব, অভিবাসন, মুদ্রাস্ফীতি, অনাহার তাদের দুঃখের কারণ হয়ে উঠেছে৷ যে কথা মুখে বলা যায় না, সে কথা চোখের জলে বলতে হয়৷ ভয় আর অপরাধের উপর ভিত্তি করে সরকার গঠন করা যায় না৷’’ পাশাপাশি বিহারের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সংকট, বেড়ে চলা অপরাধের মাত্রা আর অভিবাসী সংকটের কথাও তুলে ধরেন তিনি৷ ডাক দেন মহাগাটবন্ধন জোটের পক্ষে৷  

বিহারের ১৬টি জেলার ৭১টি বিধানসভা আসনে নির্বাচন শুরু হবে আগামীকাল থেকে৷ তিন দফার ভোটের সূচনা হবে বুধবার৷ বিহারে মোট ১০,০৬৬ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন৷ মহাগাটবন্ধন জোটে রয়েছে কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, সিপিআই, সিপিএম, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া লিবারেশন৷ মহাগাটবন্ধন জোটে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে উঠে এসেছেন তেজস্বী যাদব৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 15 =