৩ মাসে ৩টি বিয়ে! বাসর রাতে সোনা-গহনা নিয়ে চম্পট নববধূর

৩ মাসে ৩টি বিয়ে! বাসর রাতে সোনা-গহনা নিয়ে চম্পট নববধূর

ঔরঙ্গাবাদ: বিয়ের নামে প্রতারণা, এমন অভিযোগ নতুন নয়৷ বিয়ের মতো সংবেদনশীল বিষয় নিয়ে বেপরোয়া প্রতারণা দিনে দিনে লাফিয়ে বাড়ছে৷ এবার পরপর ৩ মাসে ৩টি বিয়ে করে বর-পক্ষকে সর্বস্বান্ত করে চম্পট দিলেন নববধূ৷ অভিনব প্রতারণার ঘটনার সাক্ষী মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ৷

পুলিশ সূত্রে খবর, পরপর ৩ মাসে তিনটি বিয়ে৷ বিয়ের পর গহনা-নগদ টাকা নিয়ে চম্পট দেওয়ার দেওয়ার অভিযোগ নববধূর বিরুদ্ধে৷ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের এহেন প্রতারণার অভিযোগ দেখে চক্ষু চড়কগাছ খোদ পুলিশের৷ প্রতারণার তদন্তে নেমে বছর ২৭-এর ‘নববধূ’কে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃত তরুণীকে জেরা করে বিস্ফোরক বয়ান পেয়েছে পুলিশ৷

জানা গিয়েছে, লকডাউনে কাজ হারান বিজয়া আমরুত নামের ওই তরুণী৷ ওই তরুণীর স্বামীও কাজ হারান লকডাউনে৷ উভয়ের একটি পুত্র সন্তান রয়েছে৷ দেশজুড়ে জারি থাকা লকডাউনে দীর্ঘ দিন ধরে আর্থিক সমস্যায় ছিলেন ওই দম্পতি৷ সাংসার চালাতে অসামাজিক চক্রে জড়িয়ে পড়েন ওই দম্পতি৷ সেই চক্রের মাধ্যমেই শুরু হয় প্রতারণার ছক৷ পরিকল্পনা অনুযায়ী চলে কাজ৷ শুরু হয় বিয়ের নামে লুঠতরাজ৷

পুলিশ সূত্রে খবর, বিজয়া মুখুন্ডওয়াডি এলাকার বাসিন্দা৷ স্থানীয় ঘটক দম্পতির সঙ্গে যোগসাজশে বিয়ের নামে লুটের পরিকল্পনা করা হয়৷ বিয়ে ঠিক করা থেকে আয়োজন, ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত চার্জ নিতেন ঘটরক দম্পতি৷ ওই ঘটক দম্পতির মাধ্যমে মাস তিনেক আগে যোগেশ নামের এক ব্যক্তির সঙ্গে ওই তরুণী ‘বিয়ে’ করেন৷ পরদিন গহনা-সহ নগদ টাকা নিয়ে চম্পট দেন ‘নববধূ’৷ ঠিক একই ভাবে দু’যুবক বিজয়ার শিকার হন৷ ৩ মাসে ৩ বার তিনটি যুবকের সঙ্গে বিয়ের পর সোনা ও টাকা-সহ চম্পট দেন ওই যুবতী৷

সোনা-টাকা-সহ নতুন বৌ পালিয়ে যাওয়ার পর বিজয়ার খোঁজে নামেন যোগেশ৷ বহু খোঁজা-খুঁজির পর যোগেশ জানতে পারেন, বিজয়া শুধু তাঁকেই প্রতারিত করেনি, আরও দু’জনকে একই ভাবে ফাঁসিয়েছে ওই তরুণী৷ পরে পুলিশে অভিযোগ দায়ের করেন যোগেশ৷ তদন্ত নেমে নববধূকে গ্রেফতার করে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 8 =