একসঙ্গে ১০টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি! করোনা কালে সফল উৎক্ষেপণ ইসরোর

করোনা কালে এই প্রথম কোনও উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো।

শ্রীহরিকোটা: শনিবার আরও একটি মহাকাশ যানের সফল উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তাদের নতুন মহাকাশযান ‘পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল’ বা পিএসএলভি-সি৪৯ পাড়ি দিতে মহাকাশে। সঙ্গে নিয়ে গেল ১০ টি কৃত্রিম উপগ্রহ। ভারতীয় সময় ৩:১২ মিনিটে সফল উৎক্ষেপণ করা হল এই মহাকাশ যানের।

ইসরোর তরফে আগেই টুইট করে জানানো হয়েছিল, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দুপুর ৩:০২ নাগাদ এই উৎক্ষেপণ করা হবে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উতক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে, ৩:১২ মিনিটে দশটি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয় ইসরোর এই মহাকাশ যান।যদিও, শুক্রবার দুপুর ১টা ২মিনিট থেকে কাউন্টডাউন শুরু হয়। দীর্ঘ ২৬ ঘণ্টার কাউন্টডাউনের পর এদিন দুপুর ৩টে ১২ মিনিটে উৎক্ষেপণ করা হয়। তাদের তরফে জানানো হয়েছে, এই মহাকাশযানে রয়েছে ইওএস-০১ উপগ্রহ বা অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট, যাতে রয়েছে অত্যাধুনিক রাডার ইমেজিং সিস্টেম। এছাড়াও রয়েছে ৯ টি বিদেশি কৃত্রিম উপগ্রহ। ইসরো সূত্রে খবর, এই ইওএস স্যাটেলাইট অনেক উপর থেকে নিখুঁত ছবি তুলতে পারদর্শী। আবহাওয়ার পূর্বাভাস জানতে এই স্যাটেলাইট সহায়তা করবে। অন্যদিকে বিদেশি ৯ টি উপগ্রহ বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা হবে।

এতগুলি উপগ্রহ একসঙ্গে মহাকাশে পাঠানো প্রসঙ্গে ইসরো প্রধান কে শিভান জানিয়েছেন, এই পদক্ষেপ তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক কথায় অবিশ্বাস্য। কারণ কয়েক মাস আগেই এই উৎক্ষেপণ করার কথা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির জন্য তা বাতিল করে দেওয়া হয়। চলতি বছর যে এই উৎক্ষেপণ করা সম্ভব হবে তা ভাবেননি কেউ। কিন্তু অবশেষে এই উৎক্ষেপণ হয়েছে এবং তা সফলতা লাভ করেছে। প্রসঙ্গত, শ্রীহরিকোটা থেকে এটি ৭৬তম মহাকাশযান উৎক্ষেপণ। পিএসএলভি-সি৪৯-কে নিয়ে মোট ৫১টি ‘পোলার স্যাটেলাইট  লঞ্চ ভেহিকল্’ মহাকাশে পাড়ি দিয়েছে সতীশ ধবন স্পেস সেন্টার থেকে। তবে, করোনা কালে এই প্রথম কোনও উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =