প্রায় সাড়ে ৪ কোটি রেশন কার্ড বাতিল করল কেন্দ্র! কেন জানেন?

প্রায় সাড়ে ৪ কোটি রেশন কার্ড বাতিল করল কেন্দ্র! কেন জানেন?

নয়াদিল্লি: দেশের ৪ কোটি রেশন কার্ড বাতিল করল কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক। ২০১৩ সাল থেকে সাত বছরে মোট ৪ কোটি ৩৯ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিভিন্ন ভুল ত্রুটি এবং ভুয়ো হওয়ার কারণে রেশন কার্ডগুলি বাতিল করা হয়েছে। তবে কোনও সঠিক এবং উপযুক্ত রেশন কার্ড বাতিল করা হয়নি। বরং তাঁদের সঠিক ও নতুন করে কার্ড দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে দেশের ৮১ কোটি ৩৫ লক্ষ মানুষকে কম মূল্যে খাদ্যশষ্য সরবরাহ করা প্রক্রিয়া অব্যাহত। ২০১১ সালের আদম সুমারি অনুযায়ী, দেশের দুই তৃতীয়াংশ মানুষকে গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে খাদ্যশষ্য ,সরবরাহ করা হয়ে থাকে।

সরকারের বক্তব্য, দেশের ৮১ কোটির বেশি মানুষকে ২ টাকা ও ৩ টাকা কেজি করে চাল, গম সহ অন্যান্য খাদ্যশষ্য দেওয়া হয়।  এর আগে এক দেশ, এক রেশন কার্ড ব্যবস্থার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই ব্যবস্থার মাধ্যমে যে কোনওপ্রান্তের মানুষ যে কোনও জায়গা থেকেই খাদ্যশষ্য বা রেশনসামগ্রি সংগ্রহ করতে পারবেন। তবে খুব দ্রুত রেশন কার্ডের সঙ্গে আধারকার্ডের সংযোগ জরুরি বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। পরবর্তীকালে রেশনকার্ডের সঙ্গে আদারকার্ডের সংযোগ করা না থাকলে সেই রেশনকার্ড বাতিল হয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *