ট্রাম্প যেভাবে হেরেছে, বিহারে বিজেপি একইভাবে হারবে! ব্যাখ্যা দিল ‘সামনা’

নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের জন্য বিজেপি সরকারকে একহাত নিয়েছে শিবসেনা।

মুম্বই: বিহারের বিধানসভা নির্বাচন শেষ। এখন চূড়ান্ত ফলের অপেক্ষায় গোটা দেশ। এক্সিট পোল বলছে, বিহারের এনডি’র পতন আসন্ন।বিরোধী জোট সরকার গঠন হবে সেই রাজ্যের। তবে চূড়ান্ত ফল না আসা পর্যন্ত এ ব্যাপারে সীলমোহর দেওয়া কখনোই সম্ভব নয়। তবে বিহারের ভোট প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল শিবসেনা মুখপত্র ‘সামনা’। তাতে বলা হয়েছে, আমেরিকার নির্বাচনের ডোনাল্ড ট্রাম্প যেভাবে হেরেছে, বিহারের বিধানসভা নির্বাচনে বিজেপি ঠিক একই রকমভাবে হারবে! একই সঙ্গে, নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের জন্য বিজেপি সরকারকে একহাত নিয়েছে শিবসেনা।

সামনায় বলা হয়েছে, আমেরিকার মানুষ পরিবর্তন চেয়েছিলেন, তারা তাতে সফল হয়েছেন। এদিকে পরিবর্তন আসন্ন বিহারেও। নীতীশ কুমার তথা এনডিএ জোট রাজ্যের বিধানসভা নির্বাচনে হারবে, তা খুবই স্পষ্ট। বিহারে যে সরকারের পরিবর্তন হবে সেই ইঙ্গিত অনেক আগে থেকেই মিলেছিল। এখন শুধুমাত্র তার বাস্তবায়নের অপেক্ষা। সামনায় আরো বলা হয়েছে, তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারের মানুষ নীতীশ কুমার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রত্যাখ্যান করবে। তারা তাদের সামনে আর মাথা নত করবে না। তেজস্বী যাদবের বিভিন্ন জনসভা বা মিছিলে যত মানুষ সামিল হয়েছিলেন, তার একটা অংশও ছিল না নরেন্দ্র মোদী বা নীতীশ কুমারের জনসভায়। এর থেকেই বোঝা যাচ্ছে, নির্বাচনী ফলাফল কি হতে চলেছে।

বিজেপি সরকারকে আরো কটাক্ষ করে শিবসেনা দাবি করেছে, বিহারে জঙ্গল রাজ সৃষ্টি করেছিল বিজেপি এবং জনতা দল ইউনাইটেড। তবে এখন বিহারের মানুষ তাদের জানিয়ে দিচ্ছে, জঙ্গল রাজ তারা সামলে নেবেন, কিন্তু আগে বিজেপি জোটকে রাজ্য থেকে বের করতে হবে। এই প্রেক্ষিতে আমেরিকার সাধারণ মানুষ এবং বিহারের সাধারণ মানুষের প্রশংসা করেছে শিবসেনা। একইসঙ্গে ভারতে করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধির জন্য নমস্তে ট্রাম্প অনুষ্ঠানকে নিশানা করেছে শিবসেনা। তাদের মতে, অতিমারির মধ্যে এত টাকা খরচ করে এই ধরনের অনুষ্ঠান করা অমানবিক ব্যাপার ছিল। এতে সংক্রমণ যেমন বেড়েছে, সাধারণ মানুষের কষ্টও বেড়েছে। ক্ষমতার অপব্যবহার করেছে বিজেপি, সাধারণ মানুষের টাকা নষ্ট করা হয়েছে বলে দাবি শিবসেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *