‘খুনের রাজনীতি গণতন্ত্রে গ্রহনীয় নয়’, বাংলাকে হুঁশিয়ারি নমোর

‘খুনের রাজনীতি গণতন্ত্রে গ্রহনীয় নয়’, বাংলাকে হুঁশিয়ারি নমোর

7b6c97c1c1eeccbd29d02945d8fa8e3e

নয়াদিল্লি: বিহারে এসেছে কাঙ্খিত সাফল্য৷ পদ্ম ফুটেছে রাজ্যে৷ বিহার জয়ে নতুন করে উদ্দীপ্ত বঙ্গ বিজেপিও৷ বুধবার সন্ধ্যায় দলীয় কর্মীদের এই সাফল্যের শুভেচ্ছা জানাতেই দিল্লির বিজেপি সদর দফতরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেখানে দাঁড়িয়েই বাংলা নিয়ে তির্যক মন্তব্য করলেন নমো৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তোপ দাগলেন তিনি৷ তাঁর কথায়, ‘‘নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য যে ভাবে বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, তা গণতন্ত্রে গ্রহণযোগ্য নয়৷ যাঁরা এর জন্য দায়ী, তাঁদের শাস্তি দেবে জনগণ৷’’ 

আরও পড়ুন- বিহার জয়ের রহস্য কী? ফাঁস করলেন মোদী! ‘জনতার ভরসা একমাত্র বিজেপিই’

বিহারে জেডিইউ-বিজেপি জোটের জয়ের পর বুধবার দিল্লির দফতরে ছিল মহা উদযাপন৷ বিজেপি কর্মীদের করতালি ও স্লোগানের মাঝেই নমো বলেন, ‘‘আমাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা যাঁদের নেই, আজ তাঁরা আমাদের কর্মীদের হত্যা করার পথ বেছে নিয়েছে৷ দেশের কিছু প্রান্তে কেউ কেউ ভাবছে বিজেপি কর্মীদের খুন করে লক্ষ্য পূরণ করতে পারবে৷ আমার তাঁদের সতর্ক করার প্রয়োজন নেই৷ কারণ গণতন্ত্রে শেষ কথা বলে জনগণ৷’’ তিনি আরও বলেন, ‘‘নির্বাচন আসবে আবার চলেও যাবে৷ জয়-পরাজয়ও থাকবে৷ আজ কেউ ক্ষমতায় আছে, আগামীকাল অন্য কেউ থাকবে৷ কিন্তু হত্যার রাজনীতি গণতন্ত্রে গ্রহণীয় নয়৷ হত্যার রাজনীতি করে ভোটে জেতা যায় না৷’’ 

আরও পড়ুন- প্রতিশ্রুতি মত কাজ হবে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশই হবেন: বিজেপি

সরাসরি নাম না নিলেও, সম্প্রতি রাজ্যে বিজেপি কর্মী খুনের বিরুদ্ধেই এদিন গর্জে ওঠেন নমো৷ গেরুয়া শিবিরের অভিযোগ, গত দুই-আড়াই বছরে পশ্চিম বাংলায় প্রায় ১০০ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে৷ রাজ্যে চলছে রাজনৈতিক হিংসা৷ গত সপ্তাহে বঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিক হত্যা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন অমিত শাহ৷ দিয়েছিলেন সোনার বাংলা গড়ার ডাক৷ বিহার জয়ের পর বিজেপি’র লক্ষ্য পড়শি রাজ্য বাংলা৷ ২১-এর লক্ষ্যে নিজেদের ভিত পাকা করতে শুরু করেছে পদ্ম শিবির৷ ‘মিশন বাংলা’-র লক্ষ্যে তাই বিজেপির স্লোগান – ‘এবার বাংলা পারলে সামলা।’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *