আমফানে ক্ষতিগ্রস্ত রাজ্যের জন্য ২,৭০৭ কোটি অর্থ বরাদ্দ কেন্দ্রের

আমফানে ক্ষতিগ্রস্ত রাজ্যের জন্য ২,৭০৭ কোটি অর্থ বরাদ্দ কেন্দ্রের

83cd9453d5788d78b08fdffbba9db6db

 নয়াদিল্লি: আমফানে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকা৷ ঝড় থামার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, সম্পূর্ণ ধ্বংস দুটি জেলা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা৷ আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় আকাশপথে নজরদারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকর৷ তারপরেই আর্থিক সাহায্যের আশ্বাস দেন খোদ প্রধানমন্ত্রী৷ সেই মত আপৎকালীন প্যাকেজ দেওয়া হয়৷ এবার আমফান ক্ষতিগ্রস্ত ৬টি রাজকে মোট ৪.৩৮১.৮৮ কোটি টাকা আর্থিক বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, সিকিমকে এই আর্থিক সাহায্য দিয়েছে কেন্দ্রীয় সরকার৷

ওড়িশাকে ১২৮.২৩ কোটি টাকা দিয়েছে কেন্দ্র৷ মহারাষ্ট্রকে নিসর্গ ঘূর্ণিঝড়ের জন্য ২৬৯.৫৯ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ধ্বস এবং বন্যায় ক্ষতির কারণে কর্ণাটকের জন্য ৫৭৭.৮৪, মধ্যপ্রদেশের জন্য ৬১১.৬১ এবং সিকিমের জন্য ৮৭.৮৪ কোটি টাকা আর্থিক বরাদ্দ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক৷

বাংলা এবং ওড়িশার ওপর দিয়ে আম্ফান ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার পরেই ২২ মে দুই রাজ্যে আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এরপরেই পশ্চিমবঙ্গের জন্য ১০০০ কোটি এবং ওড়িশার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেন তিনি৷ ২৩ মে অগ্রিম হিসেবেই এই টাকা দেওয়া হয় উদ্ধার কার্যের জন্য৷ এছাড়া মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় কেন্দ্রের তরফে৷ রাজ্যের থেকে কোনও রিপোর্টের অপেক্ষা না করেই ৬টি রাজ্যের জন্য আন্ত মন্ত্রক কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *