নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন, পাকিস্তানকে সমন পাঠাল ভারত

নয়াদিল্লি: ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) যুদ্ধবিরতির বিষয়ে চর্চা করতে শনিবার ভারত একজন পাকিস্তানি কূটনীতিককে তলব করেছে। এর ঠিক আগের দিন, শুক্রবার বেশ কয়েকজন সীমান্তে ভারতীয় নাগরিক ও সৈনিকের প্রাণহানি করেছে। সূত্র মতে, বিদেশ মন্ত্রকের যৌথ সেক্রেটারি পিএআই (পাকিস্তান, আফগানিস্তান, ইরান ডেস্ক) জেপি সিং পাকিস্তান হাই কমিশনের কূটনীতিকের তীব্র প্রতিবাদও করবেন।

001606ea7559e78448ab1da23e083974

 

নয়াদিল্লি: ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) যুদ্ধবিরতির বিষয়ে চর্চা করতে শনিবার ভারত একজন পাকিস্তানি কূটনীতিককে তলব করেছে। এর ঠিক আগের দিন, শুক্রবার বেশ কয়েকজন সীমান্তে ভারতীয় নাগরিক ও সৈনিকের প্রাণহানি করেছে। সূত্র মতে, বিদেশ মন্ত্রকের যৌথ সেক্রেটারি পিএআই (পাকিস্তান, আফগানিস্তান, ইরান ডেস্ক) জেপি সিং পাকিস্তান হাই কমিশনের কূটনীতিকের তীব্র প্রতিবাদও করবেন।

এদিকে, পাকিস্তান হাই কমিশনের সূত্র জানা গিয়েছে যে চার্জ ডি এফায়ার্স জাওয়াদ আলি (কাউন্সেলর) এমইএ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। জম্মু ও কাশ্মীরের এলওসি বরাবর উরি থেকে গুরেজ পর্যন্ত একাধিক সেক্টরে পাকিস্তান সেনাবাহিনী অবরুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করার একদিন পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার, পাকিস্তান পররাষ্ট্র দফতর এই ঘটনার বিষয়ে আলোচনার জন্য এক ভারতীয় কূটনীতিককে দুবার তলব করেছিল। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় (আইএসটি) পাকিস্তানের মহাপরিচালক আন্তঃবাহিনী জনসংযোগ (ডিজি-আইএসপিআর) মেজর জেনারেল বাবর ইফতিখার এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির একটি সংবাদ সম্মেলনেরও কথা ছিল।

প্রাথমিক তথ্য অনুসারে, শুক্রবার ভারতের সেনা বাহিনী কেরান সেক্টরে এলওসি বরাবর সন্দেহজনক গোলাগুলি লক্ষ্য করে ভারতীয় সেনা। সীমান্তে সেনারা পাকিস্তানের অনুপ্রবেশকে বানচাল করে দেয়। যার ফলশ্রুতিতে পাকিস্তান পক্ষ থেকে একটি অপ্রত্যাশিত যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু হয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর সূত্রে খবর যে যুদ্ধবিরতি লঙ্ঘনে যারা নিহত হয়েছে তাদের মধ্যে দু’-তিনজন পাকিস্তান আর্মি স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) কমান্ডো রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ অধিদপ্তর জুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ১১ জন পাকিস্তান সেনা নিহত এবং আরও ১৬ জন আহত হয়। 

ভারতীয় সেনাবাহিনীর এও জানিয়েছে শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর চার জওয়ান শহিদ হয়েছেন এবং তিন জওয়ান আহত হয়েছে। আহত অবস্থায় বিএসএফের এক জওয়ানও শহিদ হন। এলওসি বরাবর বন্দুকযুদ্ধের বিনিময়ে পাঁচজন বেসামরিক ব্যক্তিও প্রাণ হারিয়েছেন। শুক্রবার উত্তর কাশ্মীরের এলওসি জুড়ে পাকিস্তান সেনাবাহিনীর অবস্থানগুলি আঘাত হানার চিত্র সহ ভারতীয় ভিডিও প্রকাশ করেছে। পাকিস্তান সেনা অবস্থানগুলিতে প্রতিশোধ নেওয়ার সময়, ভারতীয় সেনা স্পাইক ট্যাঙ্ক অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলগুলিও ব্যবহার করে যা ইজরাইল থেকে জরুরী অধিগ্রহণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *