মন্দির খুলতেই উপচে পড়ল অনুদান, সাঁই বাবার চরণে দান ৩ কোটি টাকা

মন্দির খুলতেই উপচে পড়ল অনুদান, সাঁই বাবার চরণে দান ৩ কোটি টাকা

3e17e32abbcb28023e702710e9ba0146

মুম্বই: চার মাস বন্ধ থাকার পর করোনা আবহে রাজ্য সরকারের অনুমতিতে গত ১৬ নভেম্বর থেকেই খুলে গিয়েছে শিরডির সাঁই বাবা মন্দিরের দরজা৷ মন্দির খুলতেই উপচে পড়ে ভক্তদের ভিড়৷ বৃহস্পতিবার পর্যন্ত ১ লক্ষেরও বেশি ভক্ত এসেছেন সাঁই দর্শনে৷ সেই সঙ্গে উঁপচে পড়েছে মন্দিরের ভাণ্ডারও৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গত ১০ দিনে ৩ কোটি ৯ লক্ষ টাকা অনুদান এসেছে সাঁই বাবার মন্দিরে৷

 আরও পড়ুন- ফের কি স্থানীয় লকডাউন? সংক্রমণ রুখতে নাইট কার্ফু! নয়া গাইডলাইন স্বরাষ্ট্রমন্ত্রকের

শুধু টাকাই নয়৷ সাঁই বাবার মন্দিরে ভক্তরা দান করেছে সোনা দানাও৷ এই ১০ দিনে মন্দিরের তহবিলে জনা পড়েছে ৬৪.৫০ গ্রাম সোনা৷ যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৮৫ হাজার ৬২৯ টাকা৷ এসেছে ২.৮ কেজি রুপো৷ যার মূল্য প্রায় ৯৩ হাজার টাকা৷ এর মধ্যে অনলাইন অনুদান এসেছে ২২ লক্ষ টাকা৷ এর মধ্যে ছ’টি দেশের বৈদেশিক মুদ্র রয়েছে বলেও জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷ 

গত ১৫ নভেম্বর ভক্তদের জন্য সাঁই বাবার মন্দিরের দরজা পুনরায় খোলার অনুমতি দেওয়ার সময় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, ‘‘মারন করোনা ভাইরাস এখনও আমাদের মধ্যে রয়েছে৷ সেটা ভুললে চলবে না৷ যদিও এই ভাইরাসের প্রকোপ ধীরে ধীরে কমছে, তবুও আমরা আত্মতুষ্ট হতে পারি না৷’’ তিনি আরও বলেন, ‘‘এখনও দেশের নাগরিকদের নিয়ম মেনে চলতে হবে৷ হোলি, গণেশ চতুর্থী, নবরাত্রি এবং পাঞ্জারপুর ওয়ারি (বার্ষিক তীর্থ) পালনের সময় যে ভাবে শৃঙ্খলা ও সংযম দেখা গিয়েছিল, ঠিক তেমন ভাবেই কোভিড বিধি মেনে পালন করা হয়েছে ইদ, মাউন্ট মেরি উৎসব৷ কোভিড নির্মূল না হওয়া পর্যন্ত সকলকে সতর্ক বিধি মেনে চলতে হবে৷ ’’

আরও পড়ুন- অযোধ্যা নয়, শ্রীরাম এয়ারপোর্ট! নাম বদলের প্রস্তাব পাস যোগী মন্ত্রিসভায়

স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনে কনটেনমেন্ট জোনের বাইরে থাকা অঞ্চলগুলিতে মন্দির খোলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার৷ নির্দিষ্ট নিয়ম মেনে মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ভক্তদের৷ তবে মাস্ক এবং সামাজিক দূরত্ব বিধি বাধ্যতামূলক৷ প্রতিটি ধর্মীয় স্থলে রয়েছে থার্মল স্ক্রিনিং-এর ব্যবস্থা৷ মন্দিরের আকার ও গঠনের উপর ভিত্তি করে নির্দিষ্ট সংখ্যক ভক্তদের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *