প্রোটোকলের নামে হেনস্থা বরদাস্ত করবেন না যোগী! বিয়ের অনুষ্ঠানে লাগবে না অনুমতি

আদিত্যনাথ করোনাভাইরাস প্রোটোকলের নামে হেনস্থার বিরুদ্ধে সুর চড়ালেন।

লখনউ: দেশের করোনাভাইরাস পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে একাধিক রাজ্য ফের একবার নাইট কার্ফুর দিকে জোর দিচ্ছে। দিনদিন সংক্রমণের মাত্রা বাড়ছে। এই পরিস্থিতিতে একাধিক রাজ্য সাধারণ মানুষকে করোনাভাইরাস নিয়ম বিধি মানতে নির্দেশ দিচ্ছে। তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনাভাইরাস প্রোটোকলের নামে হেনস্থার বিরুদ্ধে সুর চড়ালেন। একই সঙ্গে জানিয়ে দিলেন, বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে কোন রকম অনুমতির দরকার নেই উত্তরপ্রদেশে।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ম বিধি মেনে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা যেতেই পারে, সেক্ষেত্রে আলাদা করে কারো অনুমতি নিতে হবে না। একইসঙ্গে পুলিশ প্রশাসনকে কার্যত সতর্ক করে জানিয়েছেন, করোনাভাইরাস প্রোটোকল মানার নামে কোনরকম হেনস্থা বরদাস্ত করবেন না তিনি। এক্ষেত্রে যদি প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, তাহলে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন তিনি। একইসঙ্গে আদিত্যনাথ জানিয়ে দিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে ডিজে বা ব্যান্ডের উপরে কোনরকম নিষেধাজ্ঞা নেই। আলাদা করে পুলিশের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। 

নয়া গাইডলাইন প্রকাশ করে উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ঘরোয়া অনুষ্ঠানে ১০০ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না, এদিকে বাইরে অনুষ্ঠান করা হলে সেই ভেনুর ৪০ শতাংশ এরিয়া ব্যবহার করা যাবে। তবে করোনাভাইরাস বিধি সবাইকে মানতে হবে। অনুষ্ঠানে প্রবেশের আগে থার্মাল স্ক্যানিং করতে হবে, মাস্ক এবং স্যানিটাইজার যথাযথভাবে ব্যবহার করতে হবে। প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতির জন্য এখনও সারা দেশে একাধিক ক্ষেত্রে এখনো কড়া নিয়ম জারি রয়েছে। আনলক পর্বে একাধিক পরিষেবা চালু হলেও, কড়া বিধিনিষেধ মানতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে, বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, একদিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪,৪৮৯ জন। মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৯২ লক্ষ ৬৬ হাজার ৭০৬ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৫,২২৩। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫২৪ জন মারা গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *