মমতার মতো মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি: বকেয়া আদায়ে মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র ও শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান অশোক ভট্টাচার্য৷ বলেন, ফেডারেল স্ট্রাকচারের মানে শুধু কেন্দ্র এবং রাজ্য সরকার নয়। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বা লোকাল সেলফ্ গভর্নমেন্টকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হয় না। কেন্দ্র, রাজ্য ও স্থানীয় সরকার

06ba4074294e916ce6ff5de2d8d5b9c2

মমতার মতো মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি: বকেয়া আদায়ে মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন শিলিগুড়ি পৌর কর্পোরেশনের মেয়র ও শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পৌর কর্পোরেশনে বুধবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান অশোক ভট্টাচার্য৷

বলেন, ফেডারেল স্ট্রাকচারের মানে শুধু কেন্দ্র এবং রাজ্য সরকার নয়। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বা লোকাল সেলফ্ গভর্নমেন্টকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো হয় না। কেন্দ্র, রাজ্য ও স্থানীয় সরকার মিলেই এই কাঠামো। আমি সি বি আই নিয়ে কোন মন্তব্য করতে চাইছি না। কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত হানার অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন। রাজ্য সরকার দ্বারা বামফ্রন্ট পরিচালিত শিলিগুড়ি পৌর কর্পোরেশনকে বঞ্চিত করা হচ্ছে তার সাংবিধানিক অধিকার থেকে। তাহলে আমিও সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে মেট্রো চ্যানেলে ধর্নায় বসবো। পার্টি এবং কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করেই দিনক্ষণ চূড়ান্ত করবো। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তাই তিনি রাজ্য সরকারের অনুমতির তোয়াক্কা না করেই ধর্নায় বসেছিলেন। আমি রাজ্য সরকারের কাছে অনুমতি চাইবো। রাজ্য সরকার মেট্রো চ্যানেলে ধর্নাব বসার অনুমতি দিলে ভালো। রাজ্য সরকার অনুমতি না দিলেও শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বকেয়া আদায়ে ধর্নায় বসবো। মানুষের উন্নয়নের স্বার্থেই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *