নয়াদিল্লি: মহাজোটে বড় ধক্কা৷ দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেসের অবস্থান স্থির করলেন বঙ্গ নেতৃত্ব৷ বামেদের সঙ্গে জোটে যাওয়ার পথ খোলা রেখে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ানোর কথা সাফ জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শনিবার রাজধানীতে দাঁড়িয়ে প্রদেশ সভাপতি সাফ ঘোষণা, ‘‘রাহুল গান্ধীর সঙ্গে আমাদের কথা হয়েছে৷ বেশ কিছু নির্দেশও দিয়েছেন তিনি৷ আমরা আমাদের তরফে কিছু প্রস্তাব তুলে ধরেছি৷ সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে, আমরা কোনও ভাবেই তৃণমূলের সঙ্গে জোটে যাব না৷’’
চলতি মাসেই লোকসভায় সব কংগ্রেস প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যাবে বলেও এদিন বৈঠক থেকে জানিয়ে দেন রাহুন গান্ধী৷ একই সঙ্গে রাফাল নিয়ে করতে হবে আরও আক্রমণাত্মক প্রচার, প্রদেশ কংগ্রেস সভাপতিদের সঙ্গে বৈঠকে নির্দেশ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷
Somendra Nath Mitra, West Bengal Congress President: We said that nobody wants an alliance with TMC. Rahul ji said that if there is an alliance with dignity it will be there, otherwise there won’t be one. There won’t be one with TMC, this is final. pic.twitter.com/lBfBsRughO
— ANI (@ANI) February 9, 2019
সূত্রের খবর, রাফাল ইস্যুতে চুপ থাকার জন্য পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে রীতিমতো ধমক দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ একই সঙ্গে দিল্লিতে বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানান, বাম-কংগ্রেস জোটের রাস্তা খোলা থাকছে৷ গত বিধানসভার মডেলে জোট হতে পারে বলেও তিনি জানান৷