মহাজোটে ধক্কা! তৃণমূলের সঙ্গে জোটে যাবে না কংগ্রেস: সোমেন মিত্র

নয়াদিল্লি: মহাজোটে বড় ধক্কা৷ দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেসের অবস্থান স্থির করলেন বঙ্গ নেতৃত্ব৷ বামেদের সঙ্গে জোটে যাওয়ার পথ খোলা রেখে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ানোর কথা সাফ জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শনিবার রাজধানীতে দাঁড়িয়ে প্রদেশ সভাপতি সাফ ঘোষণা, ‘‘রাহুল গান্ধীর সঙ্গে আমাদের কথা হয়েছে৷ বেশ কিছু নির্দেশও

eaae871d2341cc6a213f4357ec1fa633

মহাজোটে ধক্কা! তৃণমূলের সঙ্গে জোটে যাবে না কংগ্রেস: সোমেন মিত্র

নয়াদিল্লি: মহাজোটে বড় ধক্কা৷ দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে তৃণমূলের সঙ্গে প্রদেশ কংগ্রেসের অবস্থান স্থির করলেন বঙ্গ নেতৃত্ব৷ বামেদের সঙ্গে জোটে যাওয়ার পথ খোলা রেখে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ানোর কথা সাফ জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। শনিবার রাজধানীতে দাঁড়িয়ে প্রদেশ সভাপতি সাফ ঘোষণা, ‘‘রাহুল গান্ধীর সঙ্গে আমাদের কথা হয়েছে৷ বেশ কিছু নির্দেশও দিয়েছেন তিনি৷ আমরা আমাদের তরফে কিছু প্রস্তাব তুলে ধরেছি৷ সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে, আমরা কোনও ভাবেই তৃণমূলের সঙ্গে জোটে যাব না৷’’

চলতি মাসেই লোকসভায় সব কংগ্রেস প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যাবে বলেও এদিন বৈঠক থেকে জানিয়ে দেন রাহুন গান্ধী৷ একই সঙ্গে রাফাল নিয়ে করতে হবে আরও আক্রমণাত্মক প্রচার, প্রদেশ কংগ্রেস সভাপতিদের সঙ্গে বৈঠকে নির্দেশ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷

সূত্রের খবর, রাফাল ইস্যুতে চুপ থাকার জন্য পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে রীতিমতো ধমক দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ একই সঙ্গে দিল্লিতে বৈঠক শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানান, বাম-কংগ্রেস জোটের রাস্তা খোলা থাকছে৷ গত বিধানসভার মডেলে জোট হতে পারে বলেও তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *