মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চেয়ে বিজেপির আবেদন, কংগ্রেসের আর্জি খারিজ পুলিশের

কলকাতা: মেট্রো চ্যানেলে মমতার ধর্নাস্থলে সভা করতে চয়ে চিঠি দিল বিজেপি৷ চিটফান্ডের টাকা ফেরতে দাবি ও গণতন্ত্র বাঁচানোর দাবি তুলে কলকাতা পুলিশকে ইমেল করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷ অন্যদিকে, কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ ইস্যুতে মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চেলে প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অনুমতি দিল না পুলিশ৷ মাধ্যমিক পরীক্ষা থাকার কংগ্রেসকে অনুমতি দেওয়া হয়নি বলে খবর৷

abfdffa30b60be3f2c1b5192218020ad

মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চেয়ে বিজেপির আবেদন, কংগ্রেসের আর্জি খারিজ পুলিশের

কলকাতা: মেট্রো চ্যানেলে মমতার ধর্নাস্থলে সভা করতে চয়ে চিঠি দিল বিজেপি৷ চিটফান্ডের টাকা ফেরতে দাবি ও গণতন্ত্র বাঁচানোর দাবি তুলে কলকাতা পুলিশকে ইমেল করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷ অন্যদিকে, কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ ইস্যুতে মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চেলে প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অনুমতি দিল না পুলিশ৷ মাধ্যমিক পরীক্ষা থাকার কংগ্রেসকে অনুমতি দেওয়া হয়নি বলে খবর৷

জানা গিয়েছে, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মেট্রো চ্যানেলে ধর্না, অবস্থান বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে রাজ্য সরকার৷ কংগ্রেসের অভিযোগ, বিধিনিষেধ থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান বাঁচাতে ধর্নার অনুমতি দেওয়া হলেও তাঁদের কেন অনুমতি দেওয়া হবে না৷

কংগ্রেসের আবেদন গ্রহণ না হলেও বিজেপির তরফে ওই একই এলাকায় ধর্নায় বসার আবেদন জানিয়ে লালবাজারে ইমেল করা হয়েছে বলে খবর৷ আগামী ২১, ২২ ও ২৩ তারিখ মেট্রো চ্যানেলে ধর্নায় বসার আবেদন জানানো হয়েছে৷ তবে, বিজেপির এই আবেদন গৃহীত হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে৷

বিরোধী দলগুলির বিরুদ্ধে সিবিআইয়ের অপব্যবহার ও চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরতের দাবিতে ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মধ্য কলকাতার মেট্রো চ্যানেলে ধর্না কর্মসূচির আয়োজন করেছে যুব কংগ্রেস। অনুমতির জন্য নিয়ম মাফিক লালবাজারের কাছে আবেদনও করা হয়৷ কিন্তু, শনিবার আবেদনটি করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সাকিব খান। আবেদনে লেখা হয়, সেখানে দিন কয়েক আগেই ধরনা কর্মসূচির আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাধ্যমিক পরীক্ষা চলায় ধরনামঞ্চে তাঁরা লাউড স্পিকার ব্যবহার করবেন না বলেও জানান আবেদনে। প্রদেশ কংগ্রেসের অভিযোগ, রাস্তা আটকে কর্মসূচি পালন করা হবে না বলে আশ্বাস দিলেও মেলেনি অনুমতি৷ কংগ্রেসের অভিযোগ, ধর্না কর্মসূচিতে অনুমোদ না দিয়ে আসলে প্রতিবাদ করার অধিকারকে খর্ব হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *