কলকাতা : নদিয়ায় তৃণমূল খুনের ঘটনায় এখনই গ্রেফতার করা যাবে না বিজেপি নেতা মুকুল রায়কে। বুধবার, কলকাতা হাইকোর্টে জয়মাল্য বাগচি ও মনোজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। তবে, একই সঙ্গে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে মুকুল রায় আগামী ৭মার্চ পর্যন্ত নদিয়া জেলায় যেতে পারবেন না। তদন্তেও সব রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি নেতাকে। বুধবার, শুনানিতে রাজ্যের তরফে আদালতে অভিযোগ করা হয়, বিধায়ক খুনে মাস্টার মাইন্ড হতে পারেন মুকুল রায়। সেই কারণেই তাঁর নাম এফআইআরে রাখা হয়েছে। এর উত্তরে জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, মুকুলকে গ্রেফতার করার মতো প্রমাণ কি পুলিস পেয়েছে? আদালত স্পষ্ট জানিয়ে দেয়, প্রমাণ পাওয়া আর গ্রেফতার করার মতো প্রমাণ পাওয়া এক বিষয় নয়। প্রয়োজন পড়লে মুকুল রায়কে ডাকা যেতে পারে।
তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। কিন্তু যেহেতু তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব সেই কারণে তাঁকে বদনাম করতেই নাম জড়ানো হয়েছে কি না তাও খতিয়ে দেখতে বলে ডিভিশন বেঞ্চ। সরকার পক্ষের আইনজীবী কেটিএস তুলসী আদালতে দাবি করেন, যখন খুন হয়েছে, তখন বিধায়কের নিরাপত্তারক্ষীরা কাছে ছিল না। ধৃতরাও পুলিস জেরায় জানিয়েছেন, তাঁরা ওই সুযোগ খুঁজছিলেন। মুকুল রায়ের পক্ষের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত আদালতে আবেদন করেন, যে রাজনৈতিক কারণে তাঁর নদিয়ায় যাওয়া প্রয়োজন। কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, নির্দেশ না দেওয়া পর্যন্ত মুকুল রায় নদিয়ায় ঢুকতে পারবেন না। মামলার পরবর্তী শুনানি ৫ মার্চ।