কলকাতা: আইনি জটিলতায় রাজ্যে বিজেপির রথের চাকা গড়ানোর সুযোগ পায়নি। কিন্তু লোকসভা ভোটের আগে রথ না হলেও বিজেপির বাস ঘুরবে গোটা পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পরিকল্পনা অনুসারে, নরেন্দ্র মোদি সরকারের সাফল্যের কাহিনী সম্বলিত ভিডিও চলবে এই বাসে। থাকবে ‘সাজেশন বক্স’।
যেখানে আগামীদিনে মোদি সরকার ফের ক্ষমতায় এলে অগ্রাধিকারের ভিত্তিতে কোন কোন কাজ করতে পারে, সেই সংক্রান্ত পরামর্শ দিতে পারবেন সাধারণ মানুষ। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এ প্রসঙ্গে বলেন, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এই বাস যাত্রা শুরু হতে পারে। প্রতিটি লোকসভা কেন্দ্র ধরে এই বাস ঘুরবে বলে জানান তিনি। পাশাপাশি বিজেপির রাজ্য দপ্তরেও একটি সাজেশন বক্স থাকবে বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি। এ রাজ্যে বিজেপির বাড়বৃদ্ধির সঙ্গে কলকাতার সেন্ট্রাল অ্যাভিউয়ের সদর দপ্তরে মানুষের ভিড় লেগেই থাকে। তাঁরাও যাতে আগামীদিনে কেন্দ্রীয় সরকারের কাছে নিজেদের দাবিদাওয়া জানাতে পারেন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।