নয়াদিল্লি: কৃষি আইনের বিরোধিতায় দিল্লির উপকন্ঠে চলছে তীব্র কৃষক আন্দোলন৷ এরই মধ্যে সোমবার সকালে দিল্লিতে চলল শুটআউট৷ পাঁচ জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল৷ এদিন সকাল ৭টা নাগাদ দিল্লির শাখারপুর এলাকায় গোলাগুলির পর পাঁচ সন্দেহভাজন খলিস্তানি জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ৷
আরও পড়ুন- করোনা ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন সিরাম ইনস্টিটিউটের
দিল্লি পুলিশের আধিকারিকরা জানান, এই পাঁচ জঙ্গির পিছনে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদত৷ এই জঙ্গিরা মাদক পাচারের সঙ্গে যুক্ত৷ তবে তাদের নাম বা তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য তা এখনও জানা যায়নি৷ এই ঘটনার পরই কড়া নিকরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী৷ এদিন গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল৷ তবে আন্দোলনরত কৃষকরা দিল্লি ঢোকার সাতটি হাইওয়ে বন্ধ করে রেখেছে৷ এই পরিস্থিতিতে কী ভাবে পাঁচ জঙ্গি রাজধানীতে প্রবেশ করল তা ভাবাচ্ছে গোয়েন্দাদের৷
ধৃত পাঁচ জঙ্গির মধ্যে দু’জন পঞ্জাবের এবং তিনজন কাশ্মীরের বলে জানা গিয়েছে৷ তাদের কাছ থেকে অস্ত্রসস্ত্র, মাদক এবং বেশ কিছু বেআইনি সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ খলিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তাদের যোগ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে৷ কৃষকদের ডাকা ভারত বনধের মধ্যেই তারা নাশকতা চালানোর ছক কষছিল বলে জানা গিয়েছে৷ ধৃত জঙ্গিদের জেরা করছে পুলিশ৷
আরও পড়ুুন- অরুণাচল সীমান্তে ড্রাগনের নিঃশ্বাস, ৯ মাসে ৩টি গ্রাম গড়ল চিন
দিল্লির ডিসিপি (স্পেশ্যাল সেল) প্রমোদ কুমার কুশওয়া বলেন, ‘‘সোমবার সকালে দিল্লির শাখারপুর এলাকায় শুরু হয় গুলির লড়াই৷ পরে পাঁচ জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ তাদের মধ্যে দু’জন পঞ্জাব ও তিন জন কাশ্মীরের৷ এদের মধ্যে দু’জন শৌর্যচক্র প্রাপক বলবিন্দর সিং সাধুর হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে৷’’ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করা বলবিন্দর সিং সাধুকে অক্টোবর মাসে গুলি করে হত্যা করেছিল অজ্ঞাত পরিচয় আততায়ীরা৷ সরকার তাঁর নিরাপত্তা সরানোর পরই এই হামলা করা হয়৷ গত নভেম্বর মাসে দিল্লি থেকেই ধরা পড়েছিল এক জইশ জঙ্গি৷ এর তিন সপ্তাহের মধ্যেই ফের পুলিশের জালে ধরা পড়ল আরও পাঁচ জঙ্গি৷