কলকাতা: লোকসভা নির্বাচনের আগে সিপিএম রাজ্য কমিটি ও প্রদেশ কংগ্রেসের মধ্যে আসনবন্টন নিয়ে আগ্রহ দেখা গেলেও তা নিয়ে সমস্যারও সৃষ্টি হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর৷ সূত্রের খবর, প্রস্তাবিত আসনবণ্টন নিয়ে রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন বামফ্রন্টের নেতারা৷
গত সপ্তাহেই সিপিএম ও কংগ্রেসের মধ্যে আসনবণ্টন নিয়ে আলোচনা হয় যায়। দুই দলের কেন্দ্রীয় কমিটি থেকে সবুজ সংকেতও আসে৷ গত সপ্তাহেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দলের পলিটব্যুরোর বৈঠকের পর বলেন, রাজ্যভিত্তিক সম্পর্কের ওপর নির্ভর করেই নির্বাচন করা হবে৷
অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী স্বয়ং তাঁকে নির্বাচনী পদক্ষেপ এখন থেকেই স্থির করার ব্যাপারে নির্দেশ দিয়ে রেখেছেন৷ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২০টি আসনে লড়াই করতে চায় কংগ্রেস৷
অন্যাদিকে, রাজ্যের অন্তত ২৬ থেকে ২৮টি আসনে লড়াই করতে চাইছে বামফ্রন্ট। কংগ্রেসের ২০টি আসন ধরলে যা কার্যত অসম্ভব৷ আবার কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোটগঠন নিয়ে সরব হয়েছে বামফ্রন্টের অন্যান্য দলগুলি৷ আরএসপির ক্ষিতি গোস্বামী বলেন, আমরা সাফ জানিয়ে দিয়েছি, ‘‘কংগ্রেসের সঙ্গে সিপিএমের জোট হলে আমরা আলাদা লড়াই করব৷’’ রাজ্যের ৪২’টি লোকসভা আসনে সিপিএমের ৩২টি আসন, আরএসপি’র ৪টি আসন ও ফরওয়ার্ড ব্লক ও সিপিআইয়ের ৩টি করে আসনে লড়াই করার কথা৷