তদন্ত না করে পাকিস্তানকে দোষারোপ করা ঠিক নয়: মমতা

কলকাতা: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা তদন্ত না করে ‘দোষারোপ’ করা ঠিক হবে বলে নবান্নে দাঁড়িয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর পথে সাংবাদিকদের বলেন, ‘‘পররাষ্ট্র বিষয়ে আমি সচরাচর মন্তব্য করি না৷ এ সব ক্ষেত্রে দেশের অবস্থানই আমার অবস্থান৷ তবে পুলওয়ামার ঘটনার পর পরই জানিয়ে দেওয়া হয়, এ ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত

308bce1a3f345e29b39ecd96b3bac23d

তদন্ত না করে পাকিস্তানকে দোষারোপ করা ঠিক নয়: মমতা

কলকাতা: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা তদন্ত না করে ‘দোষারোপ’ করা ঠিক হবে বলে নবান্নে দাঁড়িয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

শুক্রবার সন্ধ্যায় নবান্ন থেকে বেরনোর পথে সাংবাদিকদের বলেন, ‘‘পররাষ্ট্র বিষয়ে আমি সচরাচর মন্তব্য করি না৷ এ সব ক্ষেত্রে দেশের অবস্থানই আমার অবস্থান৷ তবে পুলওয়ামার ঘটনার পর পরই জানিয়ে দেওয়া হয়, এ ঘটনার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে। বিশদে না গিয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে নেওয়া ঠিক নয়৷ বিষয়টা খুবই স্পর্শকাতর৷ সেটা মাথায় রেখে আগে তদন্ত করা হোক৷ তার পর দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে৷’’ পাকিস্তানকে কূটনৈতিক ভাবে জবাব দেওয়ার দাবিও করেন তিনি৷ এদিন নবান্নে দাঁড়িয়ে ঠিক কী কী বললেন মুখ্যমন্ত্রী? দেখুন ভিডিও৷

বৃহস্পতিবারের বিস্ফোরণের পিছনে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ৷ ভারত গতকাল জম্মু ও কাশ্মীরে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী নাশকতায় ৪০জন সিআরপিএফ জওয়ানের হত্যার পরপরই পাকিস্তানের দিকে আঙুল তোলা হয়৷ পাকিস্তানে আশ্রয়, মদত পাওয়া মাসুদ আজহারের জয়েশ-ই-মহম্মদ গতকালের হামলার পিছনে আছে৷ পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের মদত, সমর্থন বন্ধ করে তাদের মাটিতে সন্ত্রাসবাদের পরিকাঠামো ধ্বংস করতেও বলেছে ভারত৷ ঘটনার পর গভীর রাতে পাক বিদেশমন্ত্রক বিবৃতি জারি করে বলে, আমরা বরাবর উপত্যকায় মারাত্মক হিংসামূলক কাজকর্মের নিন্দা করেছি। বিবৃতিতেই গতকালের নাশকতায় ভারতের তোলা পাকিস্তানি যোগসাজশের অভিযোগ উড়িয়ে বলা হয়, কোনও তদন্ত, অনুসন্ধান ছাড়াই ভারত সরকারের লোকজন ও ওখানকার মিডিয়ায় সন্ত্রাসবাদী হামলার ব্যাপারে পাক যোগসূত্র দেখানোর যে কোনও চেষ্টা জোরালো ভাবে খারিজ করছি আমরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *