কলকাতা: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে বাকি মাত্র কয়েকদিন। গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও ভোটের দামামা বেজে যাবে। এই মুহূর্তে বাংলায় প্রধান বিরোধীর তকমা পাওয়া বিজেপি এখনও ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে উঠতে পারেনি।
সূত্রের দাবি, গত সপ্তাহে প্রার্থী তালিকা নিয়ে বৈঠক থাকলেও কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতিতে তা ফলপ্রসূ হয়নি। আজ, সোমবার ফের এ নিয়ে প্রাথমিক আলোচনা হতে পারে রাজ্য দপ্তরে। সূত্রের দাবি, আসন্ন লোকসভা ভোটের টিকিট প্রত্যাশীরা ইতিমধ্যেই বিজেপির রাজ্য দপ্তরে ভিড় করছেন। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় সহ প্রভাবশালী নেতাদের কাছে টিকিট চেয়ে সরাসরি দরবার করছেন বহু মানুষ। এর মধ্যে দল এবং বিভিন্ন মোর্চার পদাধিকারী থেকে বিরোধী পার্টি থেকে আসা রাজনৈতিক ব্যক্তিরা রয়েছেন।