প্রচারের নীল নকশায় কৃষি আইন, হবে ১০০ সাংবাদিক বৈঠক, ৭০০ কৃষক সভা

প্রচারের নীল নকশায় কৃষি আইন, হবে ১০০ সাংবাদিক বৈঠক, ৭০০ কৃষক সভা

নয়াদিল্লি: কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠকেও কাটেনি জট৷ কৃষি আইনের বিরুদ্ধে একই ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ কৃষকরা৷ নিজেদের দাবি থেকে তাঁরা এক চুলও নরতে নারাজ৷ কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ভারতীয় কিষান ইউনিয়ন৷ অন্যদিকে, সারা দেশে কৃষি আইনের তাৎপর্য বোঝাতে নীল নকশা তৈরি করে ফেলল বিজেপি৷ 

আরও পড়ুন- বাড়ছে বিদ্রোহ, কৃষি বিলের পক্ষে দেশজুড়ে প্রচার নামছে বিজেপি

কেন্দ্রের নজরে এই তিন আইন কৃষকদরদী৷ ছ’দফা বৈঠকে কৃষকদেরও সে কথা বোঝানোর চেষ্টা চলেছে৷ কিন্তু ব্যর্থ কেন্দ্রীয় নেতৃত্ব৷ এই তিনটি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে দাবিতে অনড় কৃষক সংগঠনের নেতারা৷ তাই এবার সারা দেশে প্রচারে নামতে চলেছে গেরুয়া শিবির৷ আগামী কয়েক দিন ধরে চলবে এই অভিযান৷ সারা দেশে ১০০ টিরও বেশি সাংবাদিক বৈঠক এবং ৭০০-র বেশি কৃষক সভা করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া দল৷ দেশের  ৭০০ জেলায় চলবে এই কর্মসূচি৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে সামিল হবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরাও৷ কৃষি আইন নিয়ে মানুষের প্রশ্নের জবাবও দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব৷ কৃষকদের দাবি মতো তাঁদের সমস্যা সমাধানে কৃষি আইনে যে সকল পরিবর্তন আনা হবে, সে বিষয়েও প্রচার করা হবে৷ আন্দোলনের তেজ কমাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷ 

আরও পড়ুন- স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকে দিল্লি না যাওয়ার ইঙ্গিত মুখ্যসচিব, ডিজির! সপ্তমে কেন্দ্র-রাজ্য বিতর্ক

প্রসঙ্গত, বুধবার কেন্দ্রের লিখিত প্রস্তাব খারিজ করে দেন আন্দোলনরত কৃষক নেতারা৷ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার খোলা মনে তাঁদের দাবি বিবেচনা করতে প্রস্তুত৷ তাঁদের সমস্ত আশঙ্কা আমরা পরিষ্কার করতে চাই৷’’ কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার আর্জিও জানান তিনি৷ কিন্তু কৃষি মন্ত্রীর আবেদনে সাড়া না দিয়েই তাঁরা আদালতের দ্বারস্থ হন৷ কৃষকদের যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, আগামীকাল দিল্লি-জয়পুর অবরোধ কর্মসূচি রয়েছে তাঁদের৷ এর পর  ১৪ ডিসেম্বর সারা দেশ জুড়ে চলবে কৃষকদের বিক্ষোভ৷   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 4 =