কলকাতা: ‘আমরা দেশের পক্ষে। ফোর্সের পক্ষে। মোদিবাবুর বিরুদ্ধে।’ আজ নবান্ন থেকে বেরিয়ে যাওয়ার সময় এভাবেই বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, জওয়ানদের নিয়ে রাজনীতি হচ্ছে। এসব ভোটের জেতার ষড়যন্ত্র। মোদিবাবুর বিরুদ্ধে কোনও কথা বললেই পাকিস্তানি বলা হচ্ছে। আমার বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ওদের কাছ থেকে আমি দেশপ্রেম শিখব না।
গত ২৮ ফেব্রুয়ারি সার্জিক্যাল স্ট্রাইকে ‘সত্যতা’ জানতে চান মমতা! সার্জিক্যাল স্ট্রাইকে কত জনের মৃত্যু হয়েছে তাও জানতে চান তিনি৷ ওই দিন নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা ভারত সরকারে পাশে আছি৷ কিন্তু, আমরা জানতে চাই, বিমান হামলায় ঠিক কত জনের মৃত্যু হয়েছে৷ আদৌ কোনও হতাহত হয়েছে কি না৷ কারণ, আমি বেদিশে মিডিয়ার বেশ কিছু তথ্য পেয়েছি৷’’
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেক বিদেশি মিডিয়া বলছে, ‘‘এমন কোনও ঘটনাই ঘটেনি৷ বোমটা মিস হয়েছে৷ এবং মানুষ মারা যায়নি৷ কেউ বলছে একজন মারা গিয়েছে৷ তাহবে সত্যিটা কী? এটা তো লোকে জানতেই পারে৷ আমরা ফোর্সের সঙ্গে আছি৷ কিন্তু, ফোর্সের সঙ্গে থাকলেও আমরা চাই ফোর্সকে দিয়ে সত্যি কথা বলানো উচিত৷ দেশেকে সত্য জানানো উচিত৷ রাজনীতির প্রয়োজনে আমরা যুদ্ধ চাই না৷ দেশের প্রয়োজনে যদি যুদ্ধ হয়, তাহলে আমরা দেশের সঙ্গে আছি৷ কিন্তু, রাজনীতির প্রয়োজনে বা নির্বাচনের জেতার প্রয়োজনে যুদ্ধ হোক আমরা চাই না৷ আমরা শান্তি চাই৷’’