ভাইরাস আবহেও মাস্কে অনীহা প্রধানমন্ত্রীর, ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড়

এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।

নয়াদিল্লি: ১ কোটির কাছাকাছি দেশের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা, মৃত্যু প্রায় ১ লক্ষ ৪৪ হাজার। চিকিৎসক এবং গবেষকরা বারবার মাস্ক ব্যবহার করতে বলছেন সাধারণ মানুষকে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও করোনাভাইরাস নিয়মবিধি মানতে নির্দেশিকা জারি করা হয়েছে। এদিকে একাধিক বার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশের জনসাধারণের উদ্দেশ্যে মাস্ক পরার বার্তা দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি নিজেই পরছেন না মাস্ক! এমনকি তাকে মাস্ক দেওয়া হলেও তিনি তা ফিরিয়ে দিচ্ছেন। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, হস্তশিল্পের একটি মেলায় দোকানে দোকানে ঘুরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাকি সকলের মুখে মাস্ক থাকলেও মাস্ক নেই তাঁর মুখে। এমন কি কেউ তাকে মাস্ক দিতে গেলেও তিনি সরাসরি হাত নাড়িয়ে না বলে দিচ্ছেন! করোনা ভাইরাস সংক্রমণে দেশের যখন এই অবস্থা, সেখানে একজন জননেতা হয়ে কি করে তিনি এতটা উদাসীন হতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। এই প্রসঙ্গে টুইট করে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তারা ভিডিও পোস্ট করে লিখেছে, ‘মাস্ক পড়ুন। মোদিজীর মতো হবেন না’। আপ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও সমালোচনায় সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল।

 

প্রসঙ্গত, মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬,৩৮২ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ৯৯,৩২,৫৪৮ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৩,৩২,০০২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯৪,৫৬,৪৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩,৮১৩ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৯৫.২১%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৪৪,০৯৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *