বাংলাকে অপমান করেছে বিজেপি, স্পর্শকাতর-বুথ ইস্যুতে ক্ষোভ মমতার

কলকাতা: বিজেপি গোটা ভারতের মিডিয়াকে অপমান করেছে, লোকসভা নির্বাচনে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের দাবি প্রসঙ্গে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এই দাবি তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে শুধু মাত্র মিডিয়ার জন্য পর্যবেক্ষক নিয়োগের আর্জিও জানিয়েছে। বিজেপির এহেন আবদারের তীব্র বিরোধিতা করে বাংলার মুখ্যমন্ত্রী বলেই ফেললেন, বিজেপি তাঁকে ভয় পাচ্ছে এবার হয়তো ভোট দিয়ে যাওয়ার জন্য

বাংলাকে অপমান করেছে বিজেপি, স্পর্শকাতর-বুথ ইস্যুতে ক্ষোভ মমতার

কলকাতা: বিজেপি গোটা ভারতের মিডিয়াকে অপমান করেছে, লোকসভা নির্বাচনে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের দাবি প্রসঙ্গে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এই দাবি তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে শুধু মাত্র মিডিয়ার জন্য পর্যবেক্ষক নিয়োগের আর্জিও জানিয়েছে। বিজেপির এহেন আবদারের তীব্র বিরোধিতা করে বাংলার মুখ্যমন্ত্রী বলেই ফেললেন, বিজেপি তাঁকে ভয় পাচ্ছে এবার হয়তো ভোট দিয়ে যাওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধও করতে পারে।

তবে বিজেপি যাই বলুক না কেন, কমিশনের কাছে যাই দাবি জানাক না কেন দেশের সব স্তরের গণমাধ্যমের উচিত বিজেপির এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হওয়া। মিডিয়া চাইলে নিজের এলাকা থেকে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত করতে পারে। তৃণমূল নেত্রী নিজেই কলকাতা ও দিল্লি প্রেস ক্লাবের সাম্মানিক সদস্য হওয়ার জন্য দুই ক্লাব কর্তৃপক্ষকেই যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে তিনি জানতে চান বিজেপির এই সিদ্ধান্ত তাঁরা সমর্থন করছে কি না। উত্তর না হতেই প্রত্যেককে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি জানান, যদি বিজেপির দাবির বিরুদ্ধে সংবাদ মাধ্যমগুলি ব্যবস্থা নেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক সমর্থন রয়েছে।

তিনি জানান, ভোটের সময় বিজেপি অরাজকতা চালাতে পারে, তাই সেসব ঢাকতেই সংবাদ মাধ্যমকে হাতের মুঠোয় রাখতে চাইছে। দিনের পর দিন বিজেপি ভয়ঙ্কর হয়ে উঠছে এটা সহ্যের অতীত। নিজেরা টাকা দিয়ে খবর তৈরি করে তাইতো ভাবাচিন্তাও তেমনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =